এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আবার বড়োসড়ো ভাঙ্গন তৃণমূলে, হাসি চওড়া গেরুয়া শিবিরের

আবার বড়োসড়ো ভাঙ্গন তৃণমূলে, হাসি চওড়া গেরুয়া শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলের ক্রমাগত ভাঙ্গন অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। দলের গোষ্ঠীকোন্দল, দলের ভাঙ্গন বারবার প্রকাশ্যে এসে পড়ছে। দলের একের পর এক হেভিওয়েট দল ছাড়তে শুরু করেছেন। এই পরিস্থিতিতে এবার একটি গোটা পঞ্চায়েত হাতছাড়া হল ঘাসফুল শিবিরের। গতকাল নদীয়া জেলার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে বিজেপির দখলে চলে গেল।

প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে অশান্তি, হিংসা, সংঘর্ষ রুখতে ৮ দফায় নির্বাচন সহ বেশকিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। যাকে ঘিরে তীব্র প্রতিবাদে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল, যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আর এই আবহে গতকাল তৃণমূলের হাতছাড়া হয়ে গেল একটা গোটা পঞ্চায়েত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল বিজেপি নেতা মুকুল রায়ের নেতৃত্বে নদীয়া জেলার ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের ৬ জন তৃনমূল সদস্য তৃণমূল ছেড়ে দিয়ে যোগদান করলেন বিজেপিতে। ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত মোট ২৭ টি আসন বিশিষ্ট। গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল এখানে ১৪ টি আসন লাভ করে। বিজেপির দখলে ছিল ৯ টি আসন।

এই আবহে গতকাল তৃণমূলের ৬ জন সদস্য বিজেপিতে যোগদান করার পর বিজেপির আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। অন্যদিকে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়াল ৮। এ কারণে রাজনৈতিক সমীকরণের বদল ঘটল এই গ্রাম পঞ্চায়েতে। বড়সর সাফল্য এলো বিজেপির। আস্ত গ্রাম পঞ্চায়েত দখল করে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূলকে একটা বড় ধাক্কা দিলো প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!