এখন পড়ছেন
হোম > জাতীয় > নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত

নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে বিশেষ পদক্ষেপ নির্বাচন কমিশনের, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঘোষণা করা হলো আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ, নিরাপদ, শান্তিপূর্ণ রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করলো নির্বাচন কমিশন। দুজন আইপিএস অবজার্ভার নিযুক্ত করা হচ্ছে পশ্চিমবঙ্গে। এছাড়াও রাজ্যে থাকবেন একজন এক্সপেন্ডিচার অবজারভার। স্পেশাল অবজার্ভারও থাকবেন রাজ্যে। আবার, নির্বাচনকে শান্তিপূর্ণ করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা এসেছেন রাজ্যে।

ইতিপূর্বে, পশ্চিমবঙ্গে বিভিন্ন ভোটের সময়ে বারবার অশান্তি দেখা গেছে। বিশেষ করে গত ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের সময়কার অশান্তি এখনো মানুষের স্মৃতিতে। বিরোধীদের পক্ষ থেকে বারবার অভিযোগ উঠেছে যে, শাসকদল ভোট দিতে দেয়নি, মনোনয়ন জমা দিতে দেয়নি, ছাপ্পা ভোট করেছে, বুথ দখলের চেষ্টা করেছে। আগামী নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশনের কাছে বারবার আর্জি জানিয়েছে একাধিক বিরোধী দল। আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ রাখার দাবি জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বেশকিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে নির্বাচনের পূর্বেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। নির্বাচনকে ৮ দফায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্যে দুজন অবজারভার নিয়োগ করা হবে। যাদের মধ্যে একজন হলেন মৃণাল কান্তি দাস, অপরজন বিবেক দুবে। মৃণাল কান্তি দাস মনিপুর ক্যাডারের ১৯৭৭ ব্যাচের আইপিএস অফিসার। তিনি গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময়ে ত্রিপুরার পুলিশ অবজারভার রূপে কাজ করেছিলেন।

অন্যদিকে বিবেক দুবে হলেন অন্ধপ্রদেশ ক্যাডারের ১৯৮১ ব্যাচের আইপিএস অফিসার। যিনি ২০১৯ এর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ পুলিশের অবজার্ভার হিসেবে কাজ করেছেন। এছাড়াও রাজ্যে থাকবেন স্পেশাল অবজারভার রূপে অজয় নায়েক। যিনি ১৯৮৪ ব্যাচের আইএএস অফিসার। মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা গতকাল যার কথা জানিয়েছিলেন। তাঁর প্রসঙ্গে তিনি বলেছিলেন যে, অজয় নায়েক হলেন বেস্ট অফ দা বেস্ট অফিসার। আবার রাজ্যের এক্সপেন্ডিচার অবজার্ভার হিসেবে নিযুক্ত হলেন বি মুরলীকুমার।

পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ রাখতে পশ্চিমবঙ্গে দুজন পুলিশ অবজারভার নিয়োগ করা হলেও অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ুতে একজন করেই পুলিশ অবজারভার নিযুক্তি থাকবেন। আগামী বিধানসভা নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ রাখতে এমনই কিছু বিশেষ পদক্ষেপ নেয়া হলো। ইতিপূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন যে, এবার শান্তিতে ভোট দিতে পারবেন রাজ্যবাসীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাও ইতিপূর্বে এবিষয়ে আশ্বস্ত করেছিলেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!