এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শেষের দিকের সিপিএমের মত আচরণ করছেন মমতা ব্যানার্জী: মুকুল রায়

শেষের দিকের সিপিএমের মত আচরণ করছেন মমতা ব্যানার্জী: মুকুল রায়


আজ নির্বাচন কমিশনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে গিয়ে বর্তমান রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন –

১. সিপিএমের মতোই ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস
২. আর তার প্রতিফলন পড়ছে রাজ্যের বিভিন্ন এলাকায়, বিজেপি তথা বিরোধীদের উপর হামলা চালাচ্ছে তৃণমূল
৩. ঠিক যে পথে শেষের দিকে সিপিএম নেতৃত্ব চলত, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা সেরকমই আচরণ করছে
৪. যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় প্রত্যেকেরই সাংবিধানিক দায়-দায়িত্ব পালন করতে হয়
৫. কিন্তু রাজ্যের তৃণমূল সরকার সেই দায়িত্ব পালন করছে না, তা করলে বিরোধী দলের অফিসে এভাবে হামলা হত না
৬. সিপিএম যেমন ভয় পেয়ে বিপক্ষ ভোটারদের ভোট দিতে দিত না, সেই একই কাজ করছে তৃণমূল কংগ্রেস
৭. মানুষ যদি সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, তাহলে রাজ্যে নির্বাচনী ফলাফল হবে সম্পূর্ণ ভিন্ন
৮. মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের মতোই ভয় পাচ্ছেন, হারার ভয় গ্রাস করেছে তৃণমূলের অন্দরে, আর সেই ভয় থেকেই আক্রমণ করছে বিরোধীদের
৯. অন্য রাজ্যে ভোটের ক্ষেত্রে এ ধরনের অভিযোগ ওঠে না, সেখানে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ হয়, যত সমস্যা পশ্চিমবঙ্গে
১০. এখানে গণতন্ত্রের কণ্ঠরোধ করে শাসক দল, সিপিএমের আমলেও যা হয়ে এসেছে, এখন তৃণমূলের আমলেও একই জিনিস হচ্ছে
১১. ২০১১ এর আগেও নির্বাচন কমিশনে আমি বলতে এসেছি, এ রাজ্যে গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত নয়
১২. আমার দুর্ভাগ্য যে, সাত বছরের মধ্যে ফের আমাকে একই কথা বলতে আসতে হয়েছে নির্বাচন কমিশনে
১৩. রাজ্যে গণতান্ত্রিক কোনও অধিকার নেই, বাংলার মানুষই তাই, এই সরকারকে চাইছে না
১৪. শাসকদলের অনেক নেতাও তা বুঝতে পেরেছেন, তৃণমূলের অত্যাচারে মানুষ তিতিবিরক্ত
১৫. ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর এমন দিন ফিরে আসুক চাননি কেউই

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!