এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > চটজলদি উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, থাকছেন হেভিওয়েট নেতারা, তৈরী হতে চলেছে মাস্টারপ্ল্যান? জল্পনা তুঙ্গে !

চটজলদি উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, থাকছেন হেভিওয়েট নেতারা, তৈরী হতে চলেছে মাস্টারপ্ল্যান? জল্পনা তুঙ্গে !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পড়ে গেছে আগামী ২০২১ এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঢাকের কাঠিটি। আর এই নির্বাচনে পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর বিজেপি। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সফরের সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য বিজেপির নেতা-কর্মীদের ইতিপূর্বেই আশ্বস্ত করেছিলেন যে, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজ্যের জন্য সময় দেবেন।

সেই প্রতিশ্রুতি পালনে শিলিগুড়িতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১৭ ই অক্টোবর। শিলিগুড়িতে স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উত্তরবঙ্গ সহ রাজ্যজুড়ে সাজ সাজ রব বিজেপির। বিজেপি দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর। সেই সঙ্গে আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে শিলিগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে দেখা করবার কথা রয়েছে তাঁর।

স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়ি আগমনের পূর্বেই দলের পরিস্থিতি বিচার করতে শিলিগুড়িতে আসেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিজেপি নেতা সায়ন্তন বসু। গতকাল রবিবার এ বিষয়ে তাঁরা বৈঠক করেছিলেন। আজ এ বিষয়ে তাঁরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে আগামী কিছুদিন ধরে বেশ কিছু রাজ্য বিজেপি নেতা সভা করতে পারেন শিলিগুড়িতে।

সম্প্রতি শিলিগুড়িতে অবস্থান করছেন কেন্দ্রীয় বিজেপি নেতা অরবিন্দ মেনন। আগামী ১৭ ই অক্টবর স্বরাষ্ট্রমন্ত্রীর শিলিগুড়ি সফর উপলক্ষে শিলিগুড়িতে উপস্থিত হতে পারেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় সহ রাজ্যের অন্যান্য বিজেপি সাংসদেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত গত ৯ ই জুন পশ্চিমবঙ্গে একটি ভার্চুয়াল সভা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে তিনি জানিয়ে ছিলেন যে, বিজেপি পশ্চিম বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনবে। এরপর আগস্টের প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত হলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর থেকে ২ বার হাসপাতলে ভর্তি হতে হয়েছিল তাঁকে।

আবার, করোনা সংক্রমনের ঠিক পূর্বেই গত ১ লা মার্চ কলকাতার শহীদ মিনারে একটি সভায় বক্তব্য রেখেছিলেন অমিত শাহ কেন্দ্রীয় আইন সিএএর সমর্থনে। এরপর পুনরায় তিনি পশ্চিমবঙ্গে আসতে চলেছেন। করোনা সংক্রমণ কালে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর হতে চলেছে।

প্রসঙ্গত গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে উত্তর বঙ্গে অভূতপূর্ব ফল লাভ করেছিল বিজেপি। গত লোকসভা নির্বাচনের নিরিখে উত্তরবঙ্গে বিধানসভার মোট ৫৪ টি আসনের মধ্যে অনেকগুলোতেই এগিয়ে আছে বিজেপি। আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তরবঙ্গের জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে করোনা সংক্রমণের কারণে খুব বেশি নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন না তিনি। সীমিত রাখা হবে তাঁদের সংখ্যা। অনেকে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজগুলো বিজেপি নেতা কর্মীদের একবারের জন্য অন্তত মনে করিয়ে দিতে পারেন। আবার অনেকের দাবি এত দূরে উত্তরবঙ্গে যখন অমিত শাহ সফরে আসছেন তার পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে। কেননা সেখানে উপস্থিত থাকছেন আবার বড় নেতা নেত্রীরা। হবে বৈঠক, তাহলে কি হতে চলেছে তৃণমূল বধের পরিকল্পনা, দিতে চলেছেন মাস্টারস্ট্রোক। নাকি তৃণমূলকে হটাতে এবার উত্তরবঙ্গ থেকেই কাজ শুরু করতে চলেছেন অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!