এখন পড়ছেন
হোম > জাতীয় > বড়সড় সুখবর! জিওর ঘুম উড়িয়ে মাত্র ৪৯৯ টাকায় এয়ারটেল যে প্ল্যান আনল, জানলে চমকে যাবেন!

বড়সড় সুখবর! জিওর ঘুম উড়িয়ে মাত্র ৪৯৯ টাকায় এয়ারটেল যে প্ল্যান আনল, জানলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লকডাউন শেষ হয়ে আনলক পর্ব চলছে দেশে। লকডাউনের শুরু থেকেই দেশজুড়ে বিভিন্ন মোবাইল নেটওয়ার্কিং কোম্পানিগুলো দিতে শুরু করেছিল বিভিন্ন সুবিধাজনক প্ল্যানের খোঁজ। লকডাউনে work-from-home করার জন্য প্রয়োজন ছিল ইন্টারনেটের। এছাড়াও অনলাইন ক্লাস এর জন্যও দরকার মোবাইল ইন্টারনেট। এই সমস্ত কিছু মাথায় রেখে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক কোম্পানি সুবিধাজনক বেশকিছু ডেটা প্ল্যান নিয়ে এসেছিল।

প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে এবার এয়ারটেল আনলিমিটেড ব্রডব্যান্ড পরিষেবা নিয়ে আসলো নতুন প্ল্যান। মনে করা হচ্ছে, জিওর সাথে পাল্লা দিতেই মাত্র চারশ নিরানব্বই টাকার একটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। 7 সেপ্টেম্বর থেকে 125 টি শহরে এই নতুন ডেটা প্ল্যান চালু করতে চলেছে এয়ারটেল বলে জানা গেছে। তবে 499 টাকার প্ল্যান ছাড়াও 799, 999 এবং 499 টাকার তিনটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। অন্যদিকে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলও নিয়ে এসেছে তিনটি ডেটা প্যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে নামমাত্র মূল্যে 50 মেগাবাইট থেকে প্রতি সেকেন্ড গতিতে ডেটা পাওয়া যাবে। এবং ডেটা প্যাক এর সর্বনিম্ন মূল্য হচ্ছে 490 টাকা। 200, 300, 400 জিবি ডেটা প্যাক পাওয়া যাচ্ছে বিএসএনএলের। অন্যদিকে এয়ারটেল ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই তাদের পরিষেবার দাম দ্বিগুণ হারে বাড়তে চলেছে। এয়ারটেল প্রধান সুনীল ভারতী মিত্তল অবশ্য এর আগেও মাত্র 160 টাকায় 16 জিবি ডেটা প্রদান করাকে রীতিমত ট্রাজেডি হিসাবে ব্যাখ্যা করেছিলেন। তবে মনে করা হচ্ছে, এবার থেকে প্রতি জিবি ডেটা ব্যবহার করতে প্রায় 100 টাকা খরচ বাড়তে পারে।

অন্যদিকে এয়ারটেল জানিয়েছে, এবার থেকে তাঁদের কোম্পানীর ডেটা ব্যবহার করার ন্যূনতম খরচ প্রতিমাসে 45 টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে 100 টাকায়। বিশেষজ্ঞদের মতে, লকডাউনের কারণে আর্থিক দিক থেকে প্রত্যেকেই বেকায়দায় পড়েছেন। এই অবস্থায় যদি মোবাইল নেটওয়ার্ক সংস্থাগুলি তাঁদের পরিষেবার চার্জ বাড়িয়ে দেয় ব্যাপকহারে, তাহলে সাধারণ মানুষের ওপর প্রবল ভাবে চাপ দেওয়া ছাড়া অন্য কিছুই হবেনা। পরিষেবা মূল্য বাড়ার পর সাধারণ মানুষ এয়ারটেলের সঙ্গে থাকবেন না এয়ারটেল ছেড়ে অন্য মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন সেদিকেই এখন নজর রাখছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!