এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে নতুন করে ওমিক্রনের বাড়বাড়ন্ত! খোঁজ মিললো আরও চারজন আক্রান্তের, বাড়ছে উদ্বেগ

রাজ্যে নতুন করে ওমিক্রনের বাড়বাড়ন্ত! খোঁজ মিললো আরও চারজন আক্রান্তের, বাড়ছে উদ্বেগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট আশঙ্কা আগেই ছিল, আর চিকিৎসকদের সেই আশঙ্কাই একেবারে মর্মে মর্মে ফলে গেল রাজ্যে। প্রথম থেকেই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, করোনা সংক্রমণ কিছুটা কম হলেও পুরোপুরি তা চলে যায়নি। এবং সেক্ষেত্রে সাধারণ মানুষকে কড়া বিধি-নিষেধ মেনে চলার আবেদন করেছিলেন তাঁরা। কিন্তু সাধারণ মানুষের একাংশ সেসব বিধিনিষেধ উড়িয়ে দিয়ে স্বাভাবিক জীবনযাপন বেছে নিয়েছিলেন। বড়দিনের সন্ধ্যেতে সেই ছবির দৃষ্টান্ত পাওয়া গিয়েছে। আর তারপরেই রাজ্যে করোনার সংক্রমণ যেমন বেড়ে গিয়েছে, ঠিক তেমনই ওমিক্রণ আক্রান্তের সংখ্যাও বেড়ে গিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এমন চারজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে, যারা কখনোই বিদেশ যাননি।

এই চারজনের মধ্যে দুজন কলকাতার বাসিন্দা, একজন দমদমের বাসিন্দা এবং একজন হাওড়ার বাসিন্দা। প্রশ্ন উঠছে, বিদেশ না গিয়ে কিভাবে ওমিক্রণ আক্রান্ত হলেন তাঁরা? প্রসঙ্গত রাজ্যের তরফ থেকে মোট 107 জনের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল। আজ সেখানেই পাঁচজনের নমুনায় ধরা পড়েছে ওমিক্রণ। একজন অবশ্য বিদেশ ফেরত। রাজ্যে এই নিয়ে ওমিক্রণ আক্রান্তের সংখ্যা দাঁড়াল 11। অন্যদিকে আজকে গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকে তিনি রাজ্যের করোনা পরিস্থিতি ও ওমিক্রন সংক্রমণ নিয়ে ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত তিনি জানিয়ে দিয়েছেন, সংক্রমণ যদি আরও বাড়ে, তাহলে আবার স্কুল-কলেজ বন্ধ হয়ে যাবে। পরিস্থিতি পর্যালোচনা করার জন্য তিনি শিক্ষা সচিবকে নির্দেশ দিয়েছেন। অন্যদিকে প্রয়োজনে 50% work-from-home বলে জানিয়ে দিলেন তিনি। 3 রা জানুয়ারি থেকে আবার করোনা বিধি-নিষেধ লাগু হতে পারে রাজ্যে বলে মনে করা হচ্ছে। কার্যত কলকাতায় আবার ফিরে আসতে চলেছে কনটেইনমেন্ট জোন। অন্যদিকে করোনার অন্যতম ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপসর্গ বদলে গিয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ওমিক্রনের ক্ষেত্রে নতুন উপসর্গ হলো- গলা ব্যথা এবং গলার স্বর বদলে যাওয়া। এছাড়া ক্লান্তি, গাঁটে ব্যথা, ঠান্ডা লাগা, শুকনো কাশি এবং মাথা যন্ত্রণা ত আছেই। তবে করোনার সঙ্গে ওমিক্রণের একটা ফারাক রয়েছে। করোনার ক্ষেত্রে যেমন স্বাদ ও  গন্ধের অনুভূতি চলে যেত, ওমিক্রন আক্রান্তদের মধ্যে সে জিনিস হচ্ছে না। একদিকে করোনা, অন্যদিকে ওমিক্রন- দুইয়ের সাঁড়াশি চাপে এই মুহূর্তে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করে এবার, সে দিকেই চোখ থাকবে ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!