এখন পড়ছেন
হোম > জাতীয় > অপেক্ষা আর মাত্র সাড়ে তিন মাসের? নাম মাত্র দামেই ভারতের বাজারে আসছে করোনার প্রতিষেধক?

অপেক্ষা আর মাত্র সাড়ে তিন মাসের? নাম মাত্র দামেই ভারতের বাজারে আসছে করোনার প্রতিষেধক?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাসের মত ভয়াবহ রোগের কারণে এখন মানুষ কার্যত গৃহবন্দি। সামাজিক দূরত্ব পালন না করলে আক্রান্তের সংখ্যা দিনকে দিন বাড়ছে। বর্তমানে ভারতবর্ষে এই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিঃসন্দেহে চিন্তার ভাঁজ ফেলেছে সকলের মধ্যে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে যেভাবে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তাতে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

কারওর কাছেই এই ভাইরাসকে আটকানোর মত কোনো উপায় নেই। তাই লকডাউন করা ছাড়া বিকল্প পথের সন্ধান কেউ পাচ্ছেন না। প্রত্যেকেই ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, দ্রুত এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়। সম্প্রতি অক্সফোর্ডের পক্ষ থেকে একটি খুশির খবর পাওয়া যায়। যেখানে হিউম্যান ট্রায়ালের মাধ্যমে কিছুটা হলেও সাফল্য রয়েছে বলে জানা গেছে। তবে প্রথম পর্যায়ের সাফল্য মিললেও পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ে কি হয়, তার দিকে নজর রয়েছে সকলেরই।

এই পরিস্থিতিতে ভারতবাসীর মধ্যে তৈরি হয়েছে আশার আলো। দ্রুত গবেষণা সম্পন্ন করৃএ করোনা প্রতিষেধক বাজারে আসবে বলে প্রত্যাশা রয়েছে দেশবাসীর। আর অক্সফোর্ডের করোনা ভাইরাস টিকা তৈরীর কাজ যেভাবে এগোচ্ছে, যদি এই অগ্রগতি ধরে রাখতে পারা যায়, তাহলে আগামী নভেম্বর মাসেই ভারতের বাজারে আসতে চলেছে করোনা ভাইরাসের প্রতিষেধক। সূত্রের খবর, টিকা গবেষণায় অংশীদার ভারতীয় সংস্থা তথা বিশ্বের বৃহত্তম প্রস্তুতকারক সংস্থা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার আদর পুনাওয়ালা এদিন এই কথা জানিয়েছেন।

জানা গেছে, ভারতে করোনা ভাইরাসের এই টিকার নাম হবে কোভিশিল্ড। যার দাম ধার্য করা হয়েছে এক হাজার টাকা। তবে সাময়িকভাবে যত অর্থই নেওয়া হোক না কেন, যেভাবে মারন ভাইরাস বাড়তে শুরু করেছে, তাতে যদি এই প্রতিষেধক আবিষ্কার হয়, তাহলে ভারতবাসীর এর থেকে বেশি খুশি হবে না বলেই মনে করছেন সকলে। এদিন এই প্রসঙ্গে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কর্ণধার সেরাম পুনাওয়ালা বলেন, “তৃতীয় ধাপের পরীক্ষা নিরীক্ষা শুরু করার ব্যাপারে আমরা আশাবাদী।”

তিনি আরও বলেন, “আমাদের পূর্বাভাস আরও আড়াই মাস লাগতে পারে এই পরীক্ষা শেষ করতে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার আশীর্বাদ যদি পাওয়া যায়, তা আর যদি সফল হয়, তাহলে নভেম্বরেই ভারতের বাজারে এই টিকা আমরা আনতে পারব।” বিশেষজ্ঞরা বলছেন, অক্সফোর্ডের পক্ষ থেকে ভাইরাস প্রতিষেধকের টিকায় সম্পূর্ণরূপে সাফল্য মিলেছে, তা নয়। কিন্তু এখনও পর্যন্ত যতখানি গবেষণা সম্পন্ন হয়েছে, তাতে এই টিকা করোনা মোকাবিলায় কিছুটা হলেও সাড়া দিয়েছে।

তবে প্রথম দফায় হিউম্যান ট্রায়ালের পর থেকেই বিভিন্ন দেশ সেই টিকা পাওয়ার ব্যাপারে উদগ্রীব হয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে ভারতবর্ষ। যেভাবে ভারতবর্ষে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, এখন দ্রুত যাতে গবেষণা সম্পন্ন করে সেই টিকা প্রয়োগ করা যায়, তা নিয়ে দেশবাসীর মধ্যে প্রত্যাশা দ্বিগুণ পরিমাণে বাড়তে শুরু করেছে।

তাই এই পরিস্থিতিতে কবে করোনা ভাইরাসের প্রতিষেধক ভারতে আসে, তার দিকে নজর ছিল সকলেরই। এমতাবস্তায় গবেষণা সংস্থার কর্তা নভেম্বরে ভারতে এই টিকা আসবে বলে জানানোয় ভারতবাসীর মধ্যে কিছুটা হলেও আশার আলো তৈরি হয়েছে। এখন সত্যি সত্যিই নভেম্বরে করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে এই টিকা ভারতবাসীর হাতের মুঠোয় আসে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!