এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘দাদা-ভাইকে’ তৃণমূলে ফেরত আসার ডাক খোদ মমতার! জল্পনা তীব্র হচ্ছে ঘাসফুল-গেরুয়া দুই শিবিরেই

‘দাদা-ভাইকে’ তৃণমূলে ফেরত আসার ডাক খোদ মমতার! জল্পনা তীব্র হচ্ছে ঘাসফুল-গেরুয়া দুই শিবিরেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনের পরবর্তী সময়কালে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদানের হিড়িক পড়ে যায়। তৃণমূলের এককালের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায় অনেক আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন। সে সময় অবশ্য তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, একটা মুকুল গেলে লক্ষ্য মুকুল তৈরি হবে। কিন্তু পরবর্তীকালে সেই মুকুল রায় তৃণমূলকে চাপে রেখে তাদের হেভিওয়েট নেতা, বিধায়কদের গেরুয়া শিবিরে নিয়ে এসেছেন।

চাপ বেড়েছে তৃণমূল কংগ্রেসের। তবে এতেও এতদিন গুরুত্ব দিতে দেখা যায়নি ঘাসফুল শিবিরকে। বরঞ্চ তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, তারা বিজেপিতে চলে যেতে পারেন। কিন্তু দলের মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বললেও, এবার একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে বিজেপিতে চলে যাওয়া নেতাদের তৃণমূলে ফিরে আসার আহ্বান জানালেন তিনি।

সূত্রের খবর, এদিন একুশে জুলাইয়ের ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে উঠে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “যে দাদা-ভাই বিজেপিতে চলে গেছেন, তারা যদি চান, তাহলে তৃণমূলে ফিরে আসতে পারেন।” আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়েছে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া ঠিক কার উদ্দেশ্যে এই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এখন তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ঠিক কাকে দাদা-ভাই বলে বোঝাতে চাইলেন তিনি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত একুশে জুলাই এর তৃণমূলের এই ভার্চুয়াল সম্প্রচারের সময় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অনেকে দাবি করেছিলেন এবার একুশে জুলাই এর চমক থাকছে এমনকি নানা মহলে জল্পনা ছড়িয়েছিল যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট প্রভাবশালী নেতা আবার তৃণমূল কংগ্রেসের ফিরে আসতে পারেন। কিন্তু তেমন ভাবে কোন যোগদান এদিন হতে দেখা যায়নি। উল্টে নিজেদের সভা মঞ্চ থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের তৃণমূলে ফিরে আসার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় অনুভব করেছেন যে, 2021 এর বিধানসভা নির্বাচন তার কাছে অত্যন্ত কঠিন। আর তাই এককালে তার অন্যতম সম্পদ হিসেবে যে সমস্ত নেতারা পরিচিত ছিলেন এবং যারা পরবর্তীতে বিজেপিতে গিয়েছেন, তাদের আবার নিজের দলে ফিরে পেতে চাইছেন তিনি? যার জেরে একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকে সেই সমস্ত নেতাদের আবার দলে ফিরে আসার আহবান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়?

অনেকেই বলছেন, তৃণমূল মুখে যতই সেই সমস্ত দলবদলকারী নেতাদের গুরুত্ব না দেওয়ার চেষ্টা করুক, যত দিন গিয়েছে, তারা বুঝেছে মুকুল রায় থেকে শুরু করে সব্যসাচী দত্ত, শুভ্রাংশু রায় থেকে শুরু করে অর্জুন সিংহ, প্রত্যেকেই বিজেপিতে গিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যত সময় এগিয়ে আসছে, ততই তৃণমূল ভাঙতে শুরু করবে। আর এই পরিস্থিতিতে এবার একুশে জুলাইয়ের মঞ্চে থেকে যে সমস্ত তৃণমূল নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের মধ্যে কাউকে দাদা-ভাই বলে সম্বোধন করে ফের তৃণমূলে ফিরে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়!

অনেকে মনে করছেন, তৃণমূল কংগ্রেস হয়ত 2021 এর জন্য অনেকটাই চাপে রয়েছে। আর তাই নিজের পুরাতন সৈনিকদের ফিরে পেতে আবার তাদের নতুন করে স্বাগত জানানোর জন্য একুশে জুলাইয়ের মঞ্চে বেছে নিবেন তৃণমূল সুপ্রিমো? এখন দেখার বিষয় নেত্রী কাকে দাদাভাই বলে বার্তা দিলেন! আর সেই “দাদা-ভাই” আদৌ বিজেপি থেকে আবার তৃণমূলে ফেরেন কিনা! সেদিকে অবশ্যই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!