একুশে জুলাইকে নয়া মাত্রা দিতে অভিনব পরিকল্পনা তৃণমূলের, সাফল্যে পৌঁছাতে দেওয়া হল বড় নির্দেশ! তৃণমূল রাজনীতি রাজ্য July 19, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস। তবে এই জয়টা খুব একটা সহজ ছিল না ঘাসফুল শিবিরের পক্ষে। আর দলের এই অভূতপূর্ব সাফল্যে সকল কর্মী-সমর্থক থেকে শুরু করে বাংলার মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে করোনা পরিস্থিতি সামাল দেওয়া গেলে যে বড় আকারে বিজয় উৎসব পালন করা হবে, তা জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীরা আশা করেছিলেন, একুশে জুলাই সেই বিজয় উৎসব হয়ত বা পালন করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু করোনা পরিস্থিতি এবার সেই একুশে জুলাইকে সেভাবে পালন করতে দিচ্ছে না। সেদিক থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাংলার ক্ষমতা দখল করার পর এখন তৃণমূল নেত্রীর টার্গেট, ভারতবর্ষে নির্ণায়ক শক্তি হওয়া। আর সেই কারণেই বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং শহীদ সমাবেশের পুরো অনুষ্ঠান পৌঁছে দেওয়া যায়, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এমনকি নরেন্দ্র মোদী ও বিজেপিকে বার্তা দেওয়ার জন্য দিল্লির মাটিতেও এই একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্প্রচারিত করার কথা জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু বক্তব্য সম্প্রচারিত করাই নয়, যাতে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রী বক্তব্য রাখার সময় তাতে ব্যাপক পরিমাণে ভিউয়ার এবং শেয়ার হয়, তার জন্য এখন থেকেই তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে শুরু হল তৎপরতা। সূত্রের খবর, প্রতিটি বুথে সকাল দশটায় শহীদদের প্রতি সম্মান জানিয়ে সামাজিক দূরত্ব পালন করে নেতা কর্মীদের পতাকা উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে। আর তারপর দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভার্চুয়ালি বক্তব্য রাখবেন, তখন যাতে সেখানে প্রত্যেকের নজর থাকে, তার ব্যাপারে ইতিমধ্যেই তৃণমূলের সমস্ত হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ফেসবুক গ্রুপগুলোতে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। তৃণমূলের টার্গেট, এবার যাতে 50 লক্ষ কর্মী-সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং শহীদ সমাবেশে অংশগ্রহণ করেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আর সেই কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে ব্যাপক প্রচার চালাতে শুরু করেছে তৃণমূলের ছাত্র এবং যুব সংগঠনের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা। প্রায় প্রতিদিন যুব এবং ছাত্র সংগঠনের ভার্চুয়াল মিটিং চলছে এই একুশে জুলাইকে কেন্দ্র করে। ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখলেও, যাতে সেখানে প্রচুর মানুষের যোগদান থাকে, সেই ব্যাপারটি নিশ্চিত করতে চাইছে তৃণমূল কংগ্রেস। কেননা বাংলা দখল করার পর তৃণমূল নেত্রীর এবারের একুশে জুলাইয়ের বক্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে, তা বলার অপেক্ষা রাখে না। তারমধ্যে বিভিন্ন রাজ্যে এই একুশে জুলাইকে ছড়িয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি যাতে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তার জন্য পরিকল্পনা স্থাপন করেছে তৃণমূল কংগ্রেস। তাই বিজেপির পক্ষ থেকেও যে তৃণমূলের এই শহীদ সমাবেশ অনুষ্ঠানের দিকে বাড়তি নজর থাকবে, সেই ব্যাপারটি কার্যত নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে। তাই সেই বিজেপিকে জবাব দিতে যাতে 50 লক্ষের বেশি মানুষের নজর থাকে দলের এই বাৎসরিক বড় কর্মসূচির দিকে, তার জন্য এখন রীতিমত তৎপরতা শুরু করেছেন তৃণমূলের সৈনিকরা। এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “এবার পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যে দিদির বক্তৃতা শোনানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যাতে রেকর্ড সংখ্যক মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার ক্ষেত্রে অংশগ্রহণ করেন, তার জন্য দলের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে আমাদের আশা যে টার্গেট দেওয়া হয়েছে, তা পেরিয়ে যাবে।” অর্থাৎ বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি তাই সর্বভারতীয় রাজনীতিতে ঝাপানোর আগে একুশে জুলাই যে বাংলাতে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে, তা প্রমাণ করতে হবে তৃণমূল নেতৃত্বকে। তাই সর্বভারতীয় রাজনীতির দিকে নজর দেওয়ার পাশাপাশি বাংলায় একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্প্রচারিত হওয়ার সময় যাতে ব্যাপক মানুষ সেখানে অংশগ্রহণ করেন, তার জন্য এখন থেকেই মরিয়া চেষ্টা চালাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। দলের সমস্ত শাখা সংগঠনকে এই ব্যাপারে নির্দেশ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের কাছেও আবেদন রাখা হচ্ছে। তবে 50 লক্ষ মানুষের সক্রিয়তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি বক্তব্যে তৃণমূলের পক্ষ থেকে আশা করা হলেও, শেষ পর্যন্ত তা কতটা সাফল্য পায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -