এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > নাড্ডার সভায় দর্শকাসন প্রায় ফাঁকা, তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরে

নাড্ডার সভায় দর্শকাসন প্রায় ফাঁকা, তীব্র চাঞ্চল্য গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যজুড়ে একুশের বিধানসভা নির্বাচন নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী ব্যাপক লড়াই। একদিকে রাজ্যের শাসক দল তৃণমূল মসমদের দখল ছাড়তে নারাজ, অন্যদিকে এই মুহূর্তে বিরোধী দল বিজেপি সহ অন্যান্যরা মসনদ দখলে মরিয়া। তবে বিশেষজ্ঞদের মতে, মসনদ দখলের বিরোধীদের মধ্যে থেকে তৃণমূলকে কড়া টক্কর দিচ্ছে বিজেপি। রাজ্য বিধানসভা দখলে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতারাও। রাজ্যে প্রায়শই দেখতে পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় নেতাদের। আর তাঁদের মধ্যে অন্যতম হলেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি জে পি নাড্ডা। এহেন নাড্ডার সভা প্রায় জনশূন্য থাকায় এবার গেরুয়া শিবিরের কপালে ভাঁজ।

গেরুয়া শিবিরের ভোটপ্রচার ও জনসংযোগের উদ্দেশ্যে ইতিমধ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন রথযাত্রা। এই রথযাত্রার সূচনা অনুষ্ঠানে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি দলীয় জনসভাতে মুখ্য অতিথি হিসাবে ছিলেন তিনি। কিন্তু তার কেটেছে অন্যত্র। দেখা যাচ্ছে, বীরভূম জেলায় জেপি নাড্ডার সভায় জনজোয়ারের বদলে কিন্তু প্রায় ফাঁকা মা, যা মোটেই আশাব্যঞ্জক নয় বর্তমান ভোটের আবহাওয়ায় বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যথারীতি এই ঘটনার দায় চেপেছে রাজ্য বিজেপির ওপর। কেন্দ্রীয় বিজেপি সভাপতি নিজে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলে শোনা যাচ্ছে।

সূত্রের খবর, মঙ্গলবার তারাপীঠের চীলের ব্রিজ মাঠে সভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। অস্বুস্তিকরভাবে তাঁকে প্রায় ফাঁকা মাঠে বক্তৃতা দিতে হয়েছে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার দুটো কুড়ি নাগাদ মঞ্চে ওঠেন জেপি নাড্ডা। এদিকে দর্শকাসনে লোক বলতে ছিল গুটিকয়েক। যথারীতি এই নিয়ে ব্যাপক কটাক্ষ চলছে তৃণমূল শিবির থেকে। জেলা তৃণমূল নেতৃত্ত্বের পক্ষ থেকে তীব্র কটাক্ষ সহকারে বলা হয়েছে, পাশের জেলা ঝাড়খন্ড থেকেও মানুষ এনে মাঠ ভরাতে পারেনি বিজেপি। যদিও গেরুয়া শিবিরের দাবি, জনসভা যথেষ্ট সফল হয়েছে। অন্যদিকে মঙ্গলবার ঝাড়গ্রামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মঞ্চ ফাঁকা দেখে জেপি নাড্ডা পূর্ব অভিজ্ঞতার জেরে আর মঞ্চেই ওঠেননি বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনুষ্ঠানে যোগ না দিয়ে তিনি ফিরে চলে যান। এই ঘটনায় তীব্র অস্বস্তির সৃষ্টি হয়েছে রাজ্য গেরুয়া শিবিরে। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, যানজটের কারণে শিল্পীরা আসতে পারেননি। তাই কেন্দ্রীয় বিজেপি সভাপতি ফিরে গিয়েছেন। অন্যদিকে জেপি নাড্ডা এসবে নজর না দিয়ে লালগড়ের সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার আক্রমণ চালালেন। পাশাপাশি কিষান নিধি প্রকল্প নিয়েও তিনি তীব্র অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর প্রতি। কিষাণ নিধি প্রকল্প থেকে বাংলার কৃষকরা বঞ্চিত হয়েছে বলে দাবী করেন তিনি। তাই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে চাষিরা এই প্রকল্পের সুবিধা পাবে বলে জানানো হয়।

পাশাপাশি কাটমানি নিয়েও নাড্ডার কড়া আক্রমণের মুখোমুখি হন রাজ্যের মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলকে ভ্রষ্টাচারের জায়গা বলে ব্যাখ্যা করেছেন। তবে সবদিক দিয়ে বিচার করলে সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার এবারের রাজ্য সফর কিন্তু মোটেই আশাব্যঞ্জক হলোনা বলে মনে করা হচ্ছে। এই নিয়ে গেরুয়া শিবিরের অন্দরেও শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। প্রশ্ন উঠছে, রাজ্যের মানুষের কাছে গেরুয়া শিবিরের গ্রহণযোগ্যতা কি ধীরে ধীরে কমছে? তবে এত তাড়াতাড়ি হাল ছাড়তে নারাজ গেরুয়া শিবির। সেক্ষেত্রে আশা করা যায়, দ্বিগুণ উৎসাহে গেরুয়া শিবির ঝাঁপিয়ে পড়তে চলেছে আগামী দিনে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!