এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সাংবাদিক বৈঠক ডাকলেন ভারতী ঘোষ, উত্তেজনা-ধোঁয়াশা চরমে

সাংবাদিক বৈঠক ডাকলেন ভারতী ঘোষ, উত্তেজনা-ধোঁয়াশা চরমে


পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। এমনকি প্রকাশ্য সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে ‘জঙ্গলমহলের মা’ বলে ভূষিত করে বিতর্কও বাড়িয়েছিলেন। কিন্তু সেই ভারতী ঘোষকেই সবং উপনির্বাচনের পর হঠাৎ করে কম গুরুত্ত্বপূর্ন পদে বদলি ও তারফলে তাঁর ইস্তফার ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি, ছড়াতে থাকে একের পর এক জল্পনা। প্রথমে রাজ্য সরকারের তরফে ভারতীদেবীর ছুটি এবং ইস্তফা দুইই নামঞ্জুর হয়ে যায়। কিন্তু হঠাৎই গতকাল রাত্রে নাটকীয়ভাবে তাঁর ইস্তফা গ্রহণ করে রাজ্য সরকার।
এরপরেই খবর রটে যায় আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হতে চলেছেন তিনি। ফলে শুরু হয় টানটান উত্তেজনা। তিনি কি বলেন আর তার ফলে রাজ্য-রাজনীতিতে নতুন কি বিস্ফোরণ ঘটে সেদিকেই তাকিয়ে ছিল সংশ্লিষ্ট সব মহল। কিন্তু আবার হয় নাটকীয় পট পরিবর্তন। ভারতী ঘোষ জানিয়ে দেন, এদিন কোনও সাংবাদিক বৈঠক করবেন না তিনি, বরং মেদিনীপুর যাবেন বাংলো খালি করতে। তবে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। ফলে তাঁর ইস্তফা পরবর্তী টানটান উত্তেজনা এখনো অব্যাহত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!