এখন পড়ছেন
হোম > রাজ্য > কন্যাশ্রীদের নিয়ে বড় দাবি মমতার, জেনে নিন!

কন্যাশ্রীদের নিয়ে বড় দাবি মমতার, জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়ার রিপোর্ট- আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস। আর সেই কন্যাশ্রী দিবসকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে কন্যাশ্রীদের অভিনন্দন জানালেন তিনি। শুধু তাই নয়, আগামী দিনে এই কন্যাশ্রীরা বিশ্বসেরা হয়ে উঠবে বলেও দাবি করলেন বাংলার প্রশাসনিক প্রধান।

সূত্রের খবর, এদিন ধনধান্য স্টেডিয়ামে রাজ্য সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস পালন করা হয়। আর সেই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে কন্যাশ্রীদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভাগ্যশ্রী, যশশ্রী সর্বশ্রী। আজকে যারা কন্যাশ্রী, তারা বিশ্বসেরা। একদিন তারা এই বাংলাকে তুলে নিয়ে গিয়ে বিশ্বের মানচিত্রে দাঁড় করাবে। তারা বলবে, আমি কন্যাশ্রী, এটাই আমার পরিচয়।”

বলা বাহুল্য, 2011 সালে প্রথমবার ক্ষমতায় আসার পরেই মেয়েদের জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করে চমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রকল্প শুধু রাজ্য এবং দেশ নয়, গোটা বিশ্বের কাছে মডেল হয়ে গিয়েছে বলে বারবার দাবি করেছেন তিনি। তারপর থেকে প্রতিবার কন্যাশ্রী দিবস পালন করা হয়। আর এবার সেই কন্যাশ্রী দিবসে উপস্থিত হয়ে মেয়েদের নিয়ে বড় দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!