এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুলিশের গাড়ি-বাইক ভাঙচুর, বোর্ড গঠনে কাঠগড়ায় বিজেপি! উত্তপ্ত রাজ্য!

পুলিশের গাড়ি-বাইক ভাঙচুর, বোর্ড গঠনে কাঠগড়ায় বিজেপি! উত্তপ্ত রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনকে কেন্দ্র করে দিকে দিকে উত্তেজনার খবর সামনে আসছে। মেদিনীপুর থেকে শুরু করে উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় অনেক ক্ষেত্রে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিরোধীরা। আর এই পরিস্থিতিতে সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খানাকুল। যেখানে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনে বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে পুলিশের গাড়ি এবং বাইক ভাঙচুর করার অভিযোগ উঠল পদ্ম শিবিরের বিরুদ্ধে।

সূত্রের খবর, এদিন খানাকুলে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। তবে সেখানেই পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ তুলে বিজেপি কর্মী সমর্থকরা। যার ফলে রীতিমতো ক্ষিপ্ত হয়ে বিজেপির পক্ষ থেকে পুলিশের গাড়ি এবং বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যার জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি।

একাংশের মতে, এবারের পঞ্চায়েত নির্বাচনে বেশিরভাগ জায়গাতেই জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। তবে বেশ কিছু জায়গায় বিরোধীরাও দাঁত ফুটিয়েছে। যার ফলে খানাকুলে পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন শুরু হতেই উত্তেজনার সৃষ্টি হলো। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!