এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার হিংসার ছায়া ত্রিপুরাতেও, কাঠগড়ায় বিজেপি! জোর চাঞ্চল্য!

বাংলার হিংসার ছায়া ত্রিপুরাতেও, কাঠগড়ায় বিজেপি! জোর চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই হিংসার ঘটনা ঘটে চলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই ব্যাপারে অভিযোগ উঠেছে শাসক শিবিরের দিকে। তবে এবার বাংলায় নির্বাচনের পরবর্তী সময়কালে যে হিংসার ঘটনা লক্ষ্য করা গিয়েছে ত্রিপুরাতে, পৌরসভা নির্বাচনের আগে সেই হিংসার ঘটনা ঘটতে শুরু করল। যেখানে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নয় , বরং তৃণমূলের পক্ষ থেকেই হিংসার ব্যাপারে অভিযোগ তোলা হলো ত্রিপুরার শাসকদল ভারতীয় জনতা পার্টির দিকে। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

বস্তুত, আগামী 25 নভেম্বর ত্রিপুরাতে পৌরসভা নির্বাচন। তবে তার আগে নিজেদের মতো করে প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি আসনে প্রার্থী দিয়ে তারা বিজেপির বিরুদ্ধে প্রবল লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। আর এই পরিস্থিতিতে বুধবার রাতে আগরতলা পৌরসভার 48 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। যে ঘটনায় অভিযোগের আঙুল ওঠে ভারতীয় জনতা পার্টির দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বাংলায় এতদিন গণতন্ত্র নেই বলে সরব হতে দেখা যেত ভারতীয় জনতা পার্টিকে। কিন্তু এবার সে বিজেপির দখলে থাকা ত্রিপুরাতে কেন বিরোধী শক্তির উপরে এইরকম আক্রমণ, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল তৃণমূল কংগ্রেস। যাকে কেন্দ্র করে পৌরসভা নির্বাচনের আগে ত্রিপুরাতে বিজেপি কিছুটা হলেও চাপে পড়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!