এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি বাজবে উপ নির্বাচনের দামামা? উপ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

এবার কি বাজবে উপ নির্বাচনের দামামা? উপ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে রাজ্যের মোট সাতটি কেন্দ্রের উপনির্বাচন বাকি রয়েছে। রাজ্যে দ্রুত উপনির্বাচন করাতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। করোনা আবহে উপনির্বাচন করানো সম্ভব কিনা? এ বিষয়ে মতামত জানাতে সমস্ত রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিলো নির্বাচন কমিশন। ৩০ সে আগস্ট ছিল এর জবাব দেওয়ার শেষ দিন। সমস্ত রাজনৈতিক দল উপ নির্বাচন নিয়ে তাদের মতামত জানিয়েছেন নির্বাচন কমিশনকে। আজ এই বিষয় নিয়েই হতে চলেছে দুটি গুরুত্বপূর্ণ বৈঠক।

আজ উপ নির্বাচন নিয়ে বিকেলের মধ্যেই দুটি গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে নির্বাচন কমিশনে। দিল্লি থেকে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। দ্বিতীয় বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ভার্চুয়াল ভাবে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে রাজ্যে উপনির্বাচন করানো কতটা সম্ভব? এ বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে বলে, জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই স্তিমিত হয়ে এসেছে। এই পরিস্থিতিতে রাজ্যে দ্রুত উপ নির্বাচনের দাবি তুলে বারবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, উপনির্বাচন দ্রুত হওয়া প্রয়োজন। কারণ বিধানসভা এলাকায় নির্বাচন করা মানুষের গণতান্ত্রিক অধিকার। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। যে সমস্ত কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেই কেন্দ্রগুলি হয় করোনা মুক্ত, না হলে অত্যন্ত কম সংক্রমণ রয়েছে। তাই এই পরিস্থিতিতে উপনির্বাচন করানো সম্ভব বলে মনে করছেন তিনি।

তবে, বিজেপির পক্ষ থেকে এখনই উপনির্বাচনের বিরোধিতা করা হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, এই পরিস্থিতিতে তাঁরা উপনির্বাচন চান না। রাজ্যের স্কুল-কলেজ বন্ধ, লোকাল ট্রেন বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে উপ নির্বাচনের আয়োজন করলে সংক্রমণ আবার প্রবল ভাবে ছড়িয়ে পড়তে পারে বলে, আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই পরিস্থিতিতে উপ নির্বাচন নিয়ে হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক। তাই এই বৈঠকের দিকে লক্ষ্য রয়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!