এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিপুল আসন পেয়েও তৃণমূলের সাধ মেটেনি? দলবদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু!

বিপুল আসন পেয়েও তৃণমূলের সাধ মেটেনি? দলবদল নিয়ে বিস্ফোরক শুভেন্দু!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই নিজের দল সামলে রাখতে উদ্যোগ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। তিনি উপলব্ধি করেছিলেন যে, শাসক শিবিরের পক্ষ থেকে অতীতের মতোই বিরোধীদল ভাঙ্গানোর ফর্মুলা প্রয়োগ করা হতে পারে। তাই প্রথম দিন থেকেই যাতে কেউ শাসক শিবিরের সঙ্গে শামিল না হতে পারেন, তার জন্য এই ব্যাপারে তৃণমূলের সঙ্গে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করতে শুরু করেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এত কিছু করেও বিজেপিতে ভাঙ্গন আটকাতে পারলেন না শুভেন্দু অধিকারী।

সম্প্রতি দুই বিজেপি বিধায়ক যোগদান করেছেন ঘাসফুল শিবিরে। স্বভাবতই আরও অনেকে গেরুয়া শিবিরে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগ দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে এবার এত বিধায়ক থাকা সত্ত্বেও তৃণমূলের আরও বিধায়ক প্রয়োজন বলে ঘাসফুল শিবিরকে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা‌। স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই কটাক্ষের জেরে কিছুটা হলেও চাপের মুখে পড়ে গেল শাসক শিবির বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ বুধবার একটি সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতৃত্ব। আর সেখানেই দুই বিধায়কের তৃণমূলের যাওয়া নিয়ে তৃণমূল নেতৃত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিনের সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূল কংগ্রেস নেত্রী এবং তার প্রাইভেট লিমিটেড কোম্পানির 213 টি আসনে জয়ের পরেও আরও বিধায়কের প্রয়োজন। এটা ভীষণ পরিতাপের বিষয়। আর সেই কারণে দলের সঙ্গে সম্পর্কহীন দুই বিধায়ককে যোগদান করিয়েছেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, শুভেন্দু অধিকারী কটাক্ষ স্বরূপ এই কথা বলে তৃণমূলকে চাপের মুখে ফেলে দিতে চাইলেন। নিজের বক্তব্যের মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিতে চাইলেন যে, দল ভাঙানো তৃণমূলের এখন সর্বতম লক্ষ্য। তাই সেই কারণে এত আসন পেয়ে এবং শাসক দলের ক্ষমতা দখল করে তৃণমূল নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। বলা বাহুল্য, সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন দুই বিধায়ক তন্ময় ঘোষ এবং বিশ্বজিৎ দাস।

আর তারপর থেকেই গুঞ্জন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করে। আরও অনেকে বিজেপি ছেড়ে তৃণমূলে শামিল হতে পারেন বলে দাবি করা হয়। আর এই পরিস্থিতিতে আজ সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে গোটা বিষয়কে তৃণমূলকে কটাক্ষ করে শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। স্বভাবতই শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে তৃণমূলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!