এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পালানোর সব রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে আরও বিপাকে অভিষেক! উচ্ছ্বসিত বিরোধী শিবির!

পালানোর সব রাস্তা বন্ধ, আদালতের নির্দেশে আরও বিপাকে অভিষেক! উচ্ছ্বসিত বিরোধী শিবির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এতদিন অনেক বড় বড় কথা বলেছিলেন বাংলার যুবরাজ। তার এক পয়সা দুর্নীতি নেই, তিনি যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি, ইত্যাদি নানারকম কথা শুনতে শুনতে কার্যত সেই কথা মুখস্ত হয়ে গিয়েছে বাংলার সাধারণ মানুষের। কিন্তু সকলের একটাই প্রশ্ন ছিল যে, এতই বড় যখন বীর আপনি, তাহলে আপনি তদন্তের মুখোমুখি হচ্ছেন না কেন? কেন আপনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে গেলে রক্ষাকবচের আবেদন করছেন! কেন বারবার আদালতে যাচ্ছেন? ইতিমধ্যেই বিচারপতি অমৃতা সিনহার একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন সেই যুবরাজ। কিন্তু সেখানেও বড় ধাক্কা খেলেন তিনি। আর যাই হোক, নথি তাকে দিতেই হবে। এক্ষেত্রে পালিয়ে বাঁচতে পারবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আদালতের কড়া নির্দেশের পর তেমনটাই দাবি করছে বিরোধীরা।

প্রসঙ্গত, এদিন ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া নির্দেশ দেওয়া হয়। বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যে সমস্ত নথি চাওয়া হয়েছে, তা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এক্ষেত্রে রীতিমতো সময় বেঁধে দিয়ে আগামী 10 তারিখের মধ্যেই সেই সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যদি সেই নথিতে সন্তুষ্ট না হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তাহলে তারা জেরা করবার জন্য সমন পাঠাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে পুজোর মধ্যে এক্ষেত্রে কিছু করা যাবে না বলে স্পষ্ট করে দেন বিচারপতি। কিন্তু পুজোর কটা দিন না হয় ভাইপো রক্ষা পাবেন। কিন্তু 10 তারিখের আগে যে তাকে নথি দিতে হবে। তিনি যে কোনোভাবেই এই নথি না দেওয়ার বিষয়টিকে আদালতের সামনে স্পষ্ট করতে পারলেন না। যার ফলে তার এখন কার্যত হাঁসফাঁস অবস্থা শুরু হয়েছে বলেই দাবি সমালোচক মহলের।

ইতিমধ্যেই আদালতের এই নির্দেশ সামনে আসার পর রীতিমত উচ্ছ্বাসে ফেটে পড়েছে বিরোধীরা। তাদের বক্তব্য, এবার অন্তত তদন্ত সঠিক গতিতে চলুক। এতদিন এই যুবরাজের ক্ষেত্রে কিছু এলেই ঢিলে ঢালা মনোভাব সামনে আসত। কিন্তু আদালত হস্তক্ষেপ করার কারণে এবার যুবরাজ আর রক্ষা পাবেন না। সমস্ত নথি তাকে দিতেই হবে। আর তা না দিলেই স্পষ্ট হয়ে যাবে যে, তিনি ফেঁসে গিয়েছেন। এই নথি দেওয়ার বিষয়টিকে আটকানোর জন্য ডিভিশন বেঞ্চ পর্যন্ত গিয়েছিলেন বাংলার যুবরাজ। কিন্তু শেষ পর্যন্ত তার গ্যাস বেলুনের হাওয়া বেরিয়ে গেল। আদালতের নির্দেশ স্পষ্ট করে দিল, রক্ষা পাবেন না যুবরাজ। তাই আইন আইনের পথেই চলবে বলেই দাবি বিরোধী শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, ভাইপোর এখন পালানোর সব রাস্তা বন্ধ। তিনি বহু চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েও তার শেষ রক্ষা হলো না। পুজোর মধ্যে কটা দিন হয়তো তাকে ডাকবে না ইডি। কিন্তু এবার তো তাকে নথি জমা দিতে হবে। আর সেই নথি ইডির কাছে এলেই দুধ আর জল আলাদা হয়ে যাবে। আর তখন তৃণমূলের যুবরাজকে কেউ রক্ষা করতে পারবে না। মুখ পুড়বে গোটা তৃণমূল দলের। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক সমালোচকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!