এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অভিষেকের নামে আদালতে বিস্ফোরক অভিযোগ, শেষমেষ আসল খেলা শুরু ইডির? শোরগোল রাজ্যে!

অভিষেকের নামে আদালতে বিস্ফোরক অভিযোগ, শেষমেষ আসল খেলা শুরু ইডির? শোরগোল রাজ্যে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-তদন্তের মুখোমুখি হতে তার নাকি কোনো ভয় নেই! তিনি নাকি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত! কিন্তু এবার তার বিরুদ্ধেই আদালতে ভয়ঙ্কর অভিযোগ তুলল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিনি আর কেউ নন, তিনি বাংলার পিসির নয়নের মনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই ভাইপোকে নিয়েই এমন এক তথ্য দিয়েছে, যার ফলে তার জারিজুরি কার্যত শেষের মুখে। তার বড় বড় দাবি, বড় বড় ডায়লগ এখন প্রশ্নচিহ্নের মুখে বলেই দাবি করছে বিরোধীরা।

সূত্রের খবর, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে যখন রাস্তায় হাঁটছেন অভিষেকবাবু, তখন তাকে নিয়েই আদালতে ভয়ংকর অভিযোগ তুলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আদালতের পক্ষ থেকে বারবার এই নিয়োগ দুর্নীতি নিয়ে যে ঢিলেঢালা তদন্ত চলছে, তার ব্যাপারে উষ্মা প্রকাশ করা হয়েছে। এদিনও বিচারপতি সেই প্রশ্ন তোলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে। আর সেই সময়ই ইডির পক্ষ থেকে বলা হয় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তদন্তে অসহযোগিতা করছেন। তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না। আর এই বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিরোধীরা কার্যত চেপে ধরেছে বাংলার যুবরাজকে।

অনেকে বলছেন, এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবশেষে আসল খেলা শুরু করে দিল। এতদিন তারা কোথাও গিয়ে যেন মনে হচ্ছিল যে, কারো প্রতি দায়বদ্ধ। সেই কারণে কোনো একজনের ক্ষেত্রে ঢিলেঢালা তদন্ত করে। কিন্তু আদালতে এদিন জল আর দুধকে আলাদা করে দিল ইডি। স্পষ্ট ভাষায় তারা বুঝিয়ে দিল, এবার তারা হাত খুলে খেলবে। তারা যে কারও প্রতি দায়বদ্ধ নয়, তাদের তদন্তে যে কেউ বা কারা অসহযোগিতা করছে, সেই ব্যাপারে খাপ খুলে যুবরাজের বিড়ম্বনা বাড়িয়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এবার সেই যুবরাজের বড় বড় ডায়লগ কোথায় গেল? তিনি নাকি তদন্ত সহযোগিতা করছেন, ইডি তো আদালতে তার গোপন কীর্তিটা ফাঁস করে দিল! তাহলে এবার তিনি কি বলবেন, তা নিয়ে প্রশ্ন তুলছে সমালোচক মহল।

পর্যবেক্ষকদের মতে, নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন বিচারপতি। ফলে এবার ইডিকে তৎপর হতেই হবে। তাছাড়া তাদের কোনো গতি নেই। তাই তদন্ত দ্রুত শেষ করতে হলে মূল সমস্যার কথা আদালতের কাছে তুলে ধরতেই হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এদিন সেই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক অভিযোগ আদালতে সামনে তুলে ধরল ইডি। যার ফলে বাংলার যুবরাজের আসল কীর্তি ফাস হয়ে গেল। দিনের শেষে তেমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!