এখন পড়ছেন
হোম > রাজ্য > গাড়ি রাখা নিয়ে ঝামেলার জেরে প্রবল দ্বন্দ্ব বিধাননগর তৃণমূলে, পদ ছাড়লেন মেয়র পারিষদ

গাড়ি রাখা নিয়ে ঝামেলার জেরে প্রবল দ্বন্দ্ব বিধাননগর তৃণমূলে, পদ ছাড়লেন মেয়র পারিষদ

গাড়ি রাখা নিয়ে ঝামেলার জেরে প্রবল দ্বন্দ্ব বিধাননগর তৃণমূলে, পদ ছাড়লেন মেয়র পারিষদ। গাড়ি রাখার স্থান নিয়ে তুমুলনাটক চললো বিধাননগর পুরসভায়।রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা যায়,বুধবার বেলা ১টার আশেপাশে মেয়র পারিষদ শিক্ষা বিভাগের এমআইসি রমেশ চিরিমার বিধাননগর পুরসভায় ঢুকেছিলেন নিজের গাড়ি সহ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু তাঁর গাড়ি রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় ক্ষুব্ধ হয়ে যান তিনি।এবং প্রতিবাদ করতে বেছে নেন গান্ধীগিরিকে।পুরসভার গেটের মুখে চাদর বিছিয়ে শুয়ে পড়েন তিনি।এই খবর ছড়িয়ে পড়তেই পুরসভার কর্মী ও অফিসাররা তাকে দেখতে জমায়েত হন।অনেকে বোঝাতে গেলেও কারোর কথাতেই কান না দিয়ে একই জায়গায় অনড় থাকেন।তারপর ঘন্টা দেড়েক ধরে তাকে বুঝিয়ে ওই জায়গা থেকে তোলা হয়।অটোতে বাড়ি ফেরার সময় বলে যান যে কোনোদিন আর পুরসভায় আসবেন না তিনি।
জানা গেছে,এই বিধাননগর পুরসভার এই মেয়র পারিষদ আগেও গাড়ি রাখার জায়গা নিয়ে আপত্তি করেছেন,ঝামেলা বাড়িয়েছেন।মূলত তাঁর সমস্যাটি হল ডেপুটি মেয়রের গাড়ি রাখার জায়গা নিয়ে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!