এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দীর্ঘদিনের বামঘাঁটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলে নিয়ে শুরু শাসকদলের আবির খেলা

দীর্ঘদিনের বামঘাঁটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলে নিয়ে শুরু শাসকদলের আবির খেলা

উত্তরবঙ্গের দীর্ঘদিনের বামঘাঁটি কুচবিহার ২ নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলে নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ২৭ আসনের এই গ্রাম পঞ্চায়েতের ৭ আসনে তৃণমূল ছাড়া অন্য কোন বিরোধীদলের মনোনয়ন জমা পরে নি। পরে ৭ জন বিরোধী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েত দখলে আসে ঘাসফুল শিবিরের।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

দীর্ঘদিনের বামঘাঁটি এইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখলে আসায় শুরু হয়ে যায় বিজয় উৎসব। একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা, সঙ্গে চলে ঢাকের তালে নাচ। স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের দাবি, দীর্ঘদিনের বাম শাসনের থেকে অবসান পেল খাগড়াবাড়ির মানুষ, সেই জন্য এই উল্লাস। অন্যদিকে, বামনেতৃত্ত্বের দাবি, এলাকায় সন্ত্রাস শুরু করছে তৃণমূল কংগ্রেস, প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। বাম কর্মী ও সমর্থকদের উপর তৃণমূল কংগ্রেসের হামলার প্রতীবাদে খাগড়াবাড়ি এলাকায় এক ধিক্কার মিছিলের আয়োজন করা হচ্ছে। এলাকার মানুষ বামেদের পক্ষে সায় দিয়েছেন এবং তাঁরা বামেদের পক্ষেই থাকবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!