এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২৫০ কেজি রুপো দিয়ে মুড়ে দেওয়া হবে কালীঘাটের মন্দির

২৫০ কেজি রুপো দিয়ে মুড়ে দেওয়া হবে কালীঘাটের মন্দির

কলকাতার কালীঘাটের বিখ্যাত মন্দির এবার ২৫০ কেজি রুপো দিয়ে মুড়ে দেওয়া হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানা গেছে। গোটা মন্দির চত্ত্বরের সৌন্দর্যায়নের জন্য এই রুপো ব্যবহৃত হবে বলে জানা গেছে। এই রুপোর একটা বড় অংশ মন্দিরের চূড়া ও মূল বিগ্রহের উপর দুটি বৃহত্‍ আকারের ছাতা তৈরী করতে ব্যবহৃত হবে। রাজস্থান থেকে আসা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের দিয়ে করানো হবে এই সৌন্দর্যায়নের কাজ।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মন্দির সূত্রে আরও জানা গেছে, এই কাজ হবে প্রতিদিন মধ্যরাত থেকে ভোর ৪ টে পর্যন্ত। ফলে ওই সময় বন্ধ রাখা রাখা হবে মন্দিরের দরজা, ফলে ভক্তরা ওই সময়ে মন্দির দর্শন করতে পারবেন না। ভোরে মঙ্গল আরতি থেকে শুরু হবে পুজোপাঠ, তখনই সাধারণের জন্য খুলে দেওয়া হবে প্রবেশ পথ। যেহেতু প্রতিদিন গড়ে মাত্র ৪ ঘন্টা সময় পাওয়া যাবে মন্দির সংস্কারের জন্য, তাই সমগ্র কাজটি শেষ করতে প্রায় আড়াই বছর সময় লাগবে বলেও মন্দির সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!