এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান! নতুন স্লোগান দিয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় তুললেন দিলীপ ঘোষ

দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান! নতুন স্লোগান দিয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় তুললেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথিতযশা বাংলা সিনেমায় শেষের দিকে উক্তি ছিল, “দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান।” অর্থাৎ স্বৈরাচারী শাসককে ক্ষমতাচ্যুত করার একটি বার্তা দেওয়া হয়েছিল সেই চলচ্চিত্রে। তবে এবার বাস্তবের মাটিতে সেই একই স্লোগান দিয়ে শুধুমাত্র রাজার জায়গায় “রানী” নামক শব্দ যুক্ত করে রীতিমত ঝড় তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী 2021 এর বিধানসভা নির্বাচন রাজ্যে দেখার মত বিষয় হতে চলেছে। দিনকে দিন তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্ষমতা দখলের পথকে প্রশস্ত করতে উদ্যোগী হচ্ছে ভারতীয় জনতা পার্টি।

প্রায় প্রতিনিয়ত একের পর এক ইস্যু তুলে ধরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে বিজেপি। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাতের কথা বলে শোরগোল তুলে দিলেন বিজেপির দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন তিনি বলেন, “সোমবার লকডাউন ছিল। আবার তা রয়েছে সামনের সপ্তাহে। সোমবারে অনেক অভিভাবক ও ছাত্রছাত্রী নিশ্চিত হতে পারেননি, মঙ্গলবারের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়া নিয়ে। রাজ্য সরকারের জন্যই তা হয়েছে। ছাত্র-ছাত্রীরাও পরীক্ষা দিতে পারবেন কি না, তেমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল। ভবিষ্যতের নাগরিকদের নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না, তাদের পশ্চিমবঙ্গের রাজনীতি করার নৈতিক অধিকার নেই। সবাইকে উদ্বেগে রাখা অভ্যাস হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার কথা বলে স্লোগান তুলতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, “দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। দড়ি ধরার সময় এসে গিয়েছে।” এদিকে রাজ্যের বেকারদের কর্মসংস্থান হচ্ছে না বলেও এদিন সরব হয়েছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করা সত্ত্বেও চাকরি পাচ্ছেন না। চাকরি পাচ্ছেন গুজরাট, রাজস্থান থেকে যারা আসছেন তারা। ঘরের মধ্যে বসেই সব চূড়ান্ত হয়ে যাচ্ছে।”

আর লকডাউনের মুহূর্তে পরীক্ষা নিয়ে যখন শোরগোল তৈরি হয়েছে, ঠিক তখনই বিজেপি রাজ্য সভাপতির এহেন মন্তব্য তীব্র চাঞ্চল্য সৃষ্টি করল বঙ্গ রাজনীতিতে। যেভাবে দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার কথা বললেন, তার পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে এখন পাল্টা কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!