এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চাগাড় দেওয়ায় বাড়ছে শাসকদলের অস্বস্তি

নতুন করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ চাগাড় দেওয়ায় বাড়ছে শাসকদলের অস্বস্তি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের আগের ছবি আর বিধানসভা নির্বাচনের পরের ছবি মধ্যে বিশেষ ফারাক নেই তৃণমূলের। আগেও গোষ্ঠীদ্বন্দ্ব বড় সমস্যা ছিলো তৃণমূল শিবিরের, এখনো সেই একই অবস্থা রয়েছে। ব্যাপক ভোটে তৃণমূল একুশের বিধানসভা নির্বাচন জিতলেও এখনো পর্যন্ত গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল শিবিরকে যে চূড়ান্ত অস্বস্তির মুখে দাঁড় করিয়েছে, সেকথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। এবং এই গোষ্ঠীদ্বন্দ্বের সূত্র ধরেই মুর্শিদাবাদে সম্প্রতি দলীয় অশান্তির আভাস মিলেছে। মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা এলাকায় একটি বিধায়ক অফিসের উদ্বোধন করতে যান এলাকার নব নির্বাচিত বিধায়ক হুমায়ুন কবীর।

এবং সেখান থেকেই তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী কিছুদিনের মধ্যেই জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি থেকে শুরু করে দলের অন্যান্য পদাধিকারীদের বদল হবে। আর হুমায়ুন কবিরের এই দাবি নিয়ে জেলা তৃণমূল শিবিরে শুরু হয়েছে নতুন করে গুঞ্জন। এদিন হুমায়ুন কবীর রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ভরতপুর 2 এর 7 টি অঞ্চলের ব্লক, যুব, মাদার, মহিলা সহ অন্যান্য প্রতিটি সংগঠন তিনি নতুন করে সাজাবেন। একইভাবে মুর্শিদাবাদসহ রাজ্যের সব জেলাতেই সাংগঠনিক রদবদল হবে বলে তিনি দাবি করেছেন। প্রসঙ্গত হুমায়ুন কবীর বরাবরই খবরের শিরোনামে থেকেছেন।

কখনও বিতর্কিত মন্তব্যের জেরে, আবার কখনো দলবদল করেও খবরের শিরোনামে উঠে এসেছেন হুমায়ুন। প্রসঙ্গত রবিবার তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। সোমবার বহরমপুরের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর এবং সেখান থেকেই মুর্শিদাবাদ জেলা সভাপতির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। তিনি বলেন, খড়গপুর বিধানসভা এলাকায় ব্লক সভাপতির বিরুদ্ধে বিভিন্ন দলবিরোধী কার্যকলাপ ধরা পড়োলেও জেলা নেতৃত্ব কোনো ব্যবস্থা গ্রহণ করছেননা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে হুমায়ুন কবীরের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তৃণমূল জেলা সভাপতি আবু তাহের খান জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করছেন তৃণমূল বিধায়ক। এরই পরিপ্রেক্ষিতে আবার হুমায়ুন জানিয়েছেন, জেলা সভাপতি দ্বিচারিতা করছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভরতপুরের 1 ব্লক সভাপতি তাঁকে হুমকি দিয়েছিলেন নির্বাচনে হারানোর ব্যাপারে। কিন্তু জেলা সভাপতি আবু তাহের খান সব জানা সত্বেও ওই ব্লক সভাপতিকে আড়াল করে গিয়েছেন।

একইসাথে হুমায়ুন কবীরের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর তিনি তাঁর বিধানসভা অঞ্চলের দুই তৃণমূল নেতাকে সরানোর জন্য চিঠি লিখেছিলেন জেলা সভাপতিকে, তা নিয়েও এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেক্ষেত্রে হুমায়ুন কবীর পাল্টা আবু তাহের খানের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ইঙ্গিত করেছেন। সব মিলিয়ে মুর্শিদাবাদ জেলায় ব্যাপক জয়ের পরেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কাঁটার মত বিঁধছে। এই পরিস্থিতি এখনই সামাল দেওয়া না গেলে পরবর্তীতে কিন্তু তৃণমূলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। সুতরাং এবার রাজ্য তৃণমূল নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!