ফের নিয়োগ হতে চলেছে রাজ্যে, জেনে নিন বিস্তারিত চাকরি রাজ্য July 6, 2018 রাজ্যে ফের হতে চলেছে কর্মসংস্থান। সূত্রের খবর, আগামী 15 সেপ্টেম্বর ফায়ার অপারেটর পদে পরীক্ষা হবে রাজ্যে।আর যার জন্য ইতিমধ্যেই প্রস্তুতিও চলছে জোরকদমে। সম্প্রতি এই ফায়ার অপারেটর পদে পরীক্ষায় বসতে আবেদন করেছেন প্রায় 1 লক্ষ 70 হাজার চাকরি প্রার্থী। এবারে সেই পরীক্ষা ব্যাবস্থাকে আরও স্বচ্ছ করতে পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তা, প্রশ্নপত্রের গোপনীয়তা সহ একাধিক ব্যাপারে এক বৈঠকে বসেন পিএসসি কর্তারা। প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali —————————————————————————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। পরীক্ষায় নকল ঠেকাতে ঠিক কি ব্যাবস্থা নেওয়া যায় সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এই বৈঠকে বলে খবর। তবে এ প্রসঙ্গে কমিশন কর্তারা বলেন, “এই ধরনের পরীক্ষা নেওয়ার অভিজ্ঞতা রয়েছে আমাদের।” সব মিলিয়ে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্টিত রাজ্যের এই ফায়ার অপারেটর পদে পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। আপনার মতামত জানান -