এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির সঙ্গে জোটে ফাটল আটকাতে নির্বাচনের আগেই হেভিওয়েট নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শিবসেনার

বিজেপির সঙ্গে জোটে ফাটল আটকাতে নির্বাচনের আগেই হেভিওয়েট নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শিবসেনার


দীপাবলীর আগেই কথামতো শুরু হল মহারাষ্ট্র ও হরিয়ানার নির্বাচন। বিধানসভার সাধারণ নির্বাচন শুরু হল আজ একুশে অক্টোবর। নির্বাচনের কথা মাথায় রেখে বহু আগে থেকেই মহারাষ্ট্রের বিজেপি শিবসেনা জোট তাদের নির্বাচনী প্রচার শুরু করে দিয়েছিল। তবে নির্বাচনের আগে এবার মহারাষ্ট্রের বিধানসভা ভোটে ঠান্ডা লড়াই শুরু হয়েছিল বিজেপি ও শিবসেনার মধ্যে, আসন বন্টন নিয়ে। আর এই আগুনে ঘি ঢেলেছেন শিবসেনার তরফে রাজ্যসভার সংসদ সঞ্জয় রাউত। রীতিমতো বিজেপিকে কড়া ভাষায় হুঁশিয়ার করেছিলেন প্রকাশ্যে তিনি। এবার এই ঘটনাকে নজরে রেখে সঞ্জয় রাউত এর জন্য কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে শিবসেনার পক্ষ থেকে।

শিবসেনার পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে হেভিওয়েট নেতা সঞ্জয় রাউতকে জানিয়ে দেওয়া হলো, দলের বক্তব্য সংবাদমাধ্যমের সামনে তিনি বলতে পারবেন না। শিবসেনার পক্ষ থেকে চার জন নেতার নাম উল্লেখ করা হয়েছে যারা সংবাদমাধ্যমের সামনে নির্বাচনের ফলাফল সংক্রান্ত দলের বক্তব্য পেশ করবেন। কিন্তু সেই দলে সঞ্জয় রাউত এর জায়গা হলো না।

শিবসেনা দলের মিডিয়া বিভাগের প্রধান হর্ষল প্রধান সংবাদমাধ্যমগুলোকে লিখিত অনুরোধ করে জানিয়ে দিয়েছেন, নির্ধারিত মুখপাত্র ছাড়া যেন কারোর কাছ থেকে কোনো রকম প্রতিক্রিয়া না নেওয়া হয়‌। তবে যাঁদের প্রতিক্রিয়া নিতে বারণ করা হয়েছে তার একটি তালিকা দেয়া হয়েছে সংবাদমাধ্যমকে। সেই তালিকায় নাম রয়েছে সুরজ চৌহান, সচিন অধির, বরুণ সরদেশাই, হেমরাজ শাহ, সাইনাথ দুর্গে, কিশোর খানহারে, শীতল মাহাতে, শুভা রাউল ও প্রিয়াঙ্কা চতুর্বেদী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সঞ্জয় রাউত এর সঙ্গে দলের এরকম আচরণের একটাই কারণ, বিধানসভা নির্বাচনের আগে জোট শরিক বিজেপির সম্বন্ধে প্রকাশ্যে কড়া মন্তব্য করেছিলেন তিনি। এরফলে জোটে ফাটল ধরতে পারত। মূলত সেই আশঙ্কা করেই শিবসেনার পক্ষ থেকে সঞ্জয় রাউতকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিধানসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে শিবসেনা ও বিজেপি জোট নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায় যে জোট থাকছে না। কিন্তু সমস্ত আলোচনাকে দূর করে বিজেপি ও শিবসেনা জোট বদ্ধ হয়ে এবারের বিধানসভা নির্বাচনে জোরদার লড়াই করছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, বিধানসভা নির্বাচনের জোট নিশ্চিত হওয়ার পরেই শিবসেনা সঞ্জয় রাউত এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল। সঞ্জয়ের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন সঞ্জয় রাউত। সঞ্জয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ফলে শিবসেনায় থাকা অন্যান্য সদস্যদের কাছেও শিবসেনা সুপ্রিমো কড়া বার্তা পৌঁছে দিতে পারলেন। তবে এই সংক্রান্ত ব্যাপারে এখনো পর্যন্ত সঞ্জয় রাউত এর কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!