এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > Big Breaking, মুখ্যমন্ত্রীর উপরে হামলার তত্ব খারিজ বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টে

Big Breaking, মুখ্যমন্ত্রীর উপরে হামলার তত্ব খারিজ বিশেষ পর্যবেক্ষকের রিপোর্টে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –সম্প্রতি যে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি প্রবল উত্তপ্ত হয়ে উঠেছে, তা হলো মুখ্যমন্ত্রীর পায়ে আঘাতের ঘটনা। নন্দীগ্রামে নির্বাচনের প্রচার করতে এসে পায়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের অভিযোগ, এক বিরাট ষড়যন্ত্রের শিকার হয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর এ বিষয়ে জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব যে রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন, সেখানে জানানো হয়েছে যে, বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচার করেছিলেন, সে সময় হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর গাড়ির দরজা, যেকারণে পায়ে আঘাত পান তিনি।

এবার এই বিষয় নিয়ে তদন্ত করেছিলেন নির্বাচন কমিশনে নিযুক্ত রাজ্যের দুই পর্যবেক্ষক। সম্প্রতি নির্বাচন পর্যবেক্ষকরা এ বিষয়ে রিপোর্ট পেশ করলেন। সেখানে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী পায়ে চোট যে পেয়েছেন, তা দুর্ঘটনা। তাঁর উপর হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক ও পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে রিপোর্ট পেশ করলেন, সেই রিপোর্টে হামলার কোন উল্লেখ পাওয়া যায়নি। রিপোর্টে জানানো হয়েছে যে, দুর্ঘটনার কারণেই মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত লেগেছিল। এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মুখ্যসচিবের পেশ করা রিপোর্টে জানানো হয়েছে যে, বিরুলিয়া বাজারে যখন প্রচারের কাজ করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেসময় ধীর গতিতে চলছিল তাঁর গাড়ি। গাড়ির দরজা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায়, সেখানে পা চেপে গিয়েছিলো মুখ্যমন্ত্রীর। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে আরো তথ্য জানতে চেয়েছে মুখ্য সচিবের কাছে। জানতে চাওয়া হয়েছে, তাঁর গাড়ির দরজায় ধাক্কা কিভাবে লাগলো? হঠাৎ কেন গাড়ির দরজা বন্ধ হয়ে গেল? আবার, পুলিশ সুপারের কাছেও ২৪ ঘন্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জানতে চায় নির্বাচন কমিশন। পুলিশ সুপার নির্বাচন কমিশনকে একটি ৮ পাতার রিপোর্ট পাঠায়।

অন্যদিকে মুখ্যসচিবের কাছ থেকে দু’দফায় রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনকে। আবার, পায়ে আঘাত লাগার পর নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী হামলার কথা বললেও, পরবর্তীকালে হাসপাতালে তিনি যে বার্তা দিয়েছেন, সেখানে তিনি হামলার বিষয়ে কিছু বলেননি। ভিড়ের চাপে গাড়ির দরজা বন্ধ হয়ে যাবার কথাই জানিয়েছিলেন তিনি। এবার পর্যবেক্ষকের রিপোর্টেও দুর্ঘটনার কথাই জানানো হলো।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!