এখন পড়ছেন
হোম > জাতীয় > “কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হতে পারেন,দিল্লীর কিন্তু এখনও মোদী সরকারই বস” দাবি জেটলির

“কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হতে পারেন,দিল্লীর কিন্তু এখনও মোদী সরকারই বস” দাবি জেটলির


গতকালই দিল্লীর শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে সুপ্রিম কোর্ট তাঁর রায়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, “প্রশাসনিক কোনো সিদ্ধান্ত নিতে গেলে মুখ্যমন্ত্রীকে আর উপরাজ্যপালের দ্বারস্থ হতে হবে না।” আর এরপরই বাড়তি অক্সিজেন পান দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টী সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

প্রিয় বন্ধু বাংলার অফিসিয়াল ফেসবুক পেজ – Priyo Bandhu Bengali

—————————————————————————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সেই রায়ের 24 ঘন্টা না কাটতেই বৃহস্পতিবার নিজের ফেসবুকে দিল্লীর মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি বলেন, ” কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হলেও দিল্লীর বস মোদী সরকারই। যদি কেন্দ্র চায় তবে দিল্লীর সরকারের যে কোনোও ব্যাপারেই হস্তক্ষেপ করতে পারেন।” এদিকে রায় ঘোষনার পরেই আম আদমির সুপ্রিমো তথা রাজধানীর মুখ্যমন্ত্রী কেজরিওয়াল তাঁর সরকারের কয়েকজন আধিকারিকের বদলির নির্দেশ ফাইল আকারে সচিবালয়ে পাঠালে পাল্টা সেটি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন উপরাজ্যপাল। রাজনৈতাক বিশ্লেষকদের ধারনা, এই সব কর্মকান্ডে আদতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলির কথাই বাস্তবায়িত হল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!