এখন পড়ছেন
হোম > রাজনীতি > দেখ কেমন লাগে, সিবিআই টাইট দিতেই কান্না শুরু শাহাজাহানের ! উচ্ছ্বসিত বিজেপি !

দেখ কেমন লাগে, সিবিআই টাইট দিতেই কান্না শুরু শাহাজাহানের ! উচ্ছ্বসিত বিজেপি !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য পুলিশ, সিবিআই এসবের অধীনে থেকে গ্রেপ্তার হওয়ার পরেও বেশ হয়ত সুখেই ছিলেন শেখ শাহজাহান। ভেবেছিলেন যে, তিনি তো রাজ্য পুলিশের অধীনে রয়েছেন, রাজ্যের সিআইডির অধীনে রয়েছেন, সুতরাং তাকে কেউ কিছু করতে পারবে না। তিনি বাঘের বাচ্চার মতই সেখানে থাকবেন। কিন্তু কলকাতা হাইকোর্ট একেবারে সিবিআইকে শেখ শাহাজাহানকে হেফাজতে নেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়ার পরেই সিবিআইয়ের তৎপরতা চিন্তা বাড়িয়ে দিয়েছে সেই শাহাজাহানের। তিনি নাকি সন্দেশখালির বাঘ ছিলেন, তাহলে এখন কোথায় গেল তার সেই দাপট?

এখনও পর্যন্ত যে খবর সামনে এসেছে, তা শুনলে অনেকেই চমকে যাবেন। শেখ শাহজাহান যে কান্ড ঘটিয়ে ফেলেছেন, তাতে সকলের একটাই প্রশ্ন যে, বাঘ হঠাৎ করেই বিড়াল হয়ে গেল? দীর্ঘদিন গ্রেপ্তার না হয়ে আড়ালে আবডালে ছিলেন। তারপর তাকে প্ল্যানিং করে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু রাজ্য পুলিশ এবং সিআইডির হাতে থাকার কারণে শেখ শাহজাহান ভেবে নিয়েছিলেন যে, গ্রেপ্তার হয়ত হয়েছে। কিন্তু তার অতটা অসুবিধে হবে না। তিনি জেলের ভেতরে সব সুবিধাই ভোগ করতে পারবেন। কিন্তু আদালতের এদিনের নির্দেশের পর সেই শাহজাহানের ভেতরে এক আঙুল পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। কিন্তু কি সেই পরিবর্তন?

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ বুধবার পর্যন্ত কিছুই জানতেন না শেখ শাহজাহান। তবে হঠাৎ করেই সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে তাকে স্থানান্তরিত করার পরেই তিনি খবর পান যে, তিনি আর রাজ্য পুলিশের অধীনে বা রাজ্যের গোয়েন্দা সংস্থার অধীনে নেই, তিনি এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অধীনে রয়েছেন। আর এই খবর পাওয়ার সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালীর বেতাজ বাদশা। অনেকের একটাই প্রশ্ন যে, কিছুই যদি না করে থাকবেন, তিনি যদি মস্ত বড় দাপুটে বাঘ হবেন, তাহলে তার এত ভয় কেন! তার এই কান্না, এই ভেঙে পড়া এটাই তো প্রমাণ করে দিচ্ছে যে, এতদিন তিনি রাজ্য পুলিশের অধীনে থেকে বেশ আরামেই ছিলেন। তিনি ভেবেছিলেন, তার কাছ থেকে কেউ কিছু জিজ্ঞাসা করবে না। এভাবেই সবকিছু চলবে। কিন্তু এখন সিবিআই যে ট্রিটমেন্টটা তাকে দেওয়া শুরু করবে, তার ফলে আরাম-বিরাম তো দূরের কথা, অনেক কিছুই বলতে হবে এই শাহজাহানকে। আর সেই অদূর ভবিষ্যত এবং সংকটের কথা স্মরণ করেই সিবিআইয়ের হেফাজতে তিনি আছেন, সেটা ভেবেই রীতিমত হতাশ হয়ে কান্নায় ভেঙে পড়লেন সন্দেশখালির বাঘ।

এদিকে শাহজাহানের এই ভেঙে পড়ার খবর সামনে আসতেই উচ্ছসিত রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। তাদের একটাই দাবি, রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এটা শাহজাহানের এই ভেঙে পড়াতেই প্রমাণিত। শাহজাহানকে ঠিকমতো জেরা করলে তার কাছ থেকে অনেক তথ্য পাওয়া যাবে এবং তিনি মুখ খুলতে বাধ্য হবেন। কারণ সিবিআই কাউকে ছেড়ে কথা বলে না। তাই একদিকে আরাম উপভোগ করার দিন যেমন শেষ, ঠিক তেমনই মুখ খোলার দিন শুরু এই সন্দেশখালির শাহজাহানের। আর এইসব ভেবেই তার রাতের ঘুম উড়ে গিয়েছে। যার ফলে আর একটা জিনিসও প্রমাণ হয়ে যাচ্ছে যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই একমাত্র তদন্তকে ঠিক পথে পরিচালিত করতে পারে। এক্ষেত্রে রাজ্য পুলিশের ওপর ভরসা করলে তদন্ত ভুল পথে পরিচালিত হবে। তাই সিবিআই হেফাজতে যেতেই শেখ শাহজাহানের এই ভেঙে পড়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!