এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রণব মুখার্জির স্মৃতিচারণ করতে গিয়ে কংগ্রেসের “গোপন কম্মোটি” ফাঁস করে দিলেন মানস ভূঁইয়া!

প্রণব মুখার্জির স্মৃতিচারণ করতে গিয়ে কংগ্রেসের “গোপন কম্মোটি” ফাঁস করে দিলেন মানস ভূঁইয়া!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সোমবার প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রবাদপ্রতিম এই রাজনীতিবিদ দেশের বহু উত্থান-পতনের সাক্ষী। প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণে এখন গোটা রাজনৈতিক মহল শোকাহত। তাঁর মত ব্যক্তিত্বের এভাবে চলে যাওয়াকে অনেকেই মেনে নিতে পারছেন না। একসময় তার সতীর্থ থেকে শুরু করে বিরোধী দলের রাজনৈতিক নেতা-নেত্রীরা সকলেই এখন প্রণববাবুর আত্মার শান্তি কামনায় প্রার্থনা শুরু করেছেন। প্রণববাবুর চলে যাওয়ার পর তার রাজনৈতিক জীবনের নানা কাহিনী বর্ণনা করতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত রাজনীতিবিদরা।

এবার প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কংগ্রেসের গোপন কর্ম ফাঁস করে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়া। গত 2011 সালের ঘটনার কথা তুলে ধরে এদিন নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে রীতীমতো বিস্ফোরক উক্তি করে বসেন প্রাক্তন এই কংগ্রেস নেতা। তিনি বলেন, “294 এর মধ্যে 57 টি আসনে লড়াই করে 2011 তে তৃণমূল ও কংগ্রেস জোট ক্ষমতায় আসে। রাজ্যের পালা বদল ঘটে। কিন্তু 2012 সালে সেই জোট ত্যাগ করে কংগ্রেস। আমাকেও মন্ত্রিসভা ছাড়তে হয়। যার বিরোধী ছিলাম আমি। প্রণব মুখোপাধ্যায় আমাকে চাপ দিয়ে 2011 সালে রাজ্য মন্ত্রিসভায় যেতে বাধ্য করেছিলেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি তিনি সেই সময় মন্ত্রী পদ নিতে চাননি? প্রণব মুখোপাধ্যায় তাকে মন্ত্রীপদ নেওয়ার জন্য জোর করেছিলেন, আর তাই তিনি তখন কংগ্রেস নেতা হওয়া সত্ত্বেও সেই জোট সরকারের মন্ত্রীর দায়িত্ব নিতে বাধ্য হয়েছিলেন! মানস ভুঁইয়া প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে নিয়ে মন্তব্য করার পর এবার নতুন করে জল্পনা ছড়িয়ে পড়ল বাংলার রাজনৈতিক অন্দরমহলে। এদিন নিজের কংগ্রেস ছাড়া নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মানস ভূঁইয়া।

তিনি বলেন, “আমি রাজ্যে তৃণমূল এবং কংগ্রেস জোটের পক্ষে ছিলাম। মমতার হাত ধরার পক্ষে ছিলাম। তাহলে রাজ্যে কংগ্রেস বাচত। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী এবং আব্দুল মান্নানের ষড়যন্ত্রের জন্য তা হয়নি। আমি দলবদল করিনি। আমাকে সাসপেন্ড করে দিয়ে দল থেকে তাড়ানো হয়েছিল।” আর প্রয়াত প্রণব মুখোপাধ্যায় সম্পর্কে স্মৃতিচারণ করতে গিয়ে যেভাবে নিজের প্রাক্তন দল কংগ্রেসকে জড়িয়ে নিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন মানস ভুঁইয়া, তাতে কংগ্রেস এখন কিছুটা হলেও অস্বস্তিতে পড়ল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন মানস ভূইয়ার এহেন বিস্ফোরক উক্তির পরিপ্রেক্ষিতে কংগ্রেসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!