এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টীম পিকের সদস্য পরিচয়ে প্রভাবশালী তৃণমূল নেতার থেকে তোলাবাজি করতে গিয়ে পুলিশের জালে যুবক!

টীম পিকের সদস্য পরিচয়ে প্রভাবশালী তৃণমূল নেতার থেকে তোলাবাজি করতে গিয়ে পুলিশের জালে যুবক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে শাসকদল তৃণমূল তেমন সুবিধা করতে না পারায় আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যে জয়ের হ্যাট্রিক করতে শাসকদল রাজ্যে নিয়োগ করে ভোট কুশলী প্রশান্ত কিশোর ও তাঁর টিম আইপ্যাককে। তৃণমূল দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর বারবার শাসক দলকে দুর্নীতিমুক্ত করার কাজে লেগেছেন। আগামী ভোটে দুর্নীতি দমন যে একটি বিরাট ফ্যাক্টর হতে চলেছে সেটা বারবার শাসকদলকে জানিয়েছেন তিনি। এজন্য তিনি শাসকদল থেকে যেমন দুর্নীতি দূর করার চেষ্টায় ব্যস্ত আছেন, তেমনি অন্য দল থেকেও স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী নেতৃত্বদের তৃণমূল দল আনার জন্যে তিনি যথেষ্ট সচেষ্ট আছেন। শাসকদলের অন্দরের সমস্ত রকম ভুল ত্রুটি সংশোধন করে দিয়ে এই দলকে শক্তিশালী করার কাজে নেমে পড়েছেন তিনি। কিন্তু এবার তাঁর টিমের বিরুদ্ধেই উঠে গেল তোলাবাজির বিরাট অভিযোগ। খোদ টিম পিকের নামেই তোলাবাজি তথা জালিয়াতির অভিযোগ তুললেন খোদ প্রভাবশালী তৃণমূল নেতা।

সংবাদ সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমানের কুলটি থেকে মৃত্যুঞ্জয় সিং নামের এক যুবক বেশ কিছুদিন আগে যুব তৃণমূলের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে ফোন করেছিলেন। শাসক রাজ্য যুব সম্পাদক কে ফোন করে তিনি নিজেকে টিম পিকের সদস্য বলে পরিচয় দিয়েছিলেন। আর তার পরই যুব সম্পাদকের কাছে অর্থ দাবি করেন। এ প্রসঙ্গে শাসক দলের যুব রাজ্য সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ” কয়েকদিন ধরেই আমাকে ফোন করে বিভিন্ন অভাব-অভিযোগ শোনাতো মৃত্যুঞ্জয়। হঠাৎ করেই সোমবার টাকার দাবি করে। লকডাউনে কমিউনিটি কিচেনের জন্য সে নগদ টাকা চায়। আমার সন্দেহ হয়। টিম পিকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারি, বিভিন্ন দুর্নীতির অভিযোগে ওই যুবককে ৬ মাস আগেই বের করা দেওয়া হয়েছে। ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ ঘটনার পর তৃণমূলের রাজ্য যুব সম্পাদক বিশ্বজিৎ চট্টোপাধ্যায় কুলটি থানায় মৃত্যুঞ্জয় সিংয়ের নামে অভিযোগ দায়ের করেন। যুব সম্পাদক অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে কুলটি থানার পুলিশ। শেষ পর্যন্ত মৃত্যঞ্জয়কে গ্রেফতার করতে সক্ষম হয় চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ। মৃত্যুঞ্জয় সিংয়ের গ্রেফতারির ঘটে প্রসঙ্গে তাঁর দাদা ধনঞ্জয় সিংহ জানিয়েছেন, ” শুনেছি ভাই নাকি চিটিংবাজি করেছে। পুলিশ তদন্ত করে দেখুক। প্রশাসনের ওপর পূর্ণ আস্থা রয়েছে। ”

এভাবে যে পিকে শাসক দলকে বারবার স্বচ্ছ থাকার আবেদন জানাচ্ছে সেই টিমেরই নাম করে সেখানকার একজন প্রাক্তন কর্মীর তোলাবাজির ঘটনায় সরগরম বিভিন্ন বিরোধী মহল। বিরোধী শিবিরের বক্তব্য, সম্প্রতি পিকে টিমের অন্দরে বেশ কিছু গলদের সৃষ্টি হয়েছে। আর গলদ থাকার কারণেই স্বচ্ছ ভাবমূর্তির অধিকারী বামপন্থি নেতাদের বারবার ফোন করে করে তৃণমূল দলে আসার প্রস্তাব দেওয়া হচ্ছে এই টিমের পক্ষ থেকে।আর এবারে, পিকে টিময়ের প্রাক্তন সদস্য, এই সংস্থার নাম করেই তৃণমূল নেতাকে ফোন করে অর্থ আদায়ের চেষ্টা টিমের ভেতরের গলদের দিকেই বারবার অঙ্গুলিনির্দেশ করছে। এমনটাই বিভিন্ন রাজনৈতিক মহলের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!