এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কেন তৃণমূল ত্যাগ করলেন একাধিক রথী-মহারথী? কি জানালেন তাঁরা সংবাদমাধ্যমে?

কেন তৃণমূল ত্যাগ করলেন একাধিক রথী-মহারথী? কি জানালেন তাঁরা সংবাদমাধ্যমে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল নারী দিবসের দিনে এক বড়সড় ফাটল দেখা গেল রাজ্যের শাসক দল তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন একাধিক হেভিওয়েট। গতকাল ১৪ জন জেলা পরিষদ কর্মাধ্যক্ষও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ, অভিযোগ প্রকাশ করলেন এই হেভিওয়েটরা। সংবাদমাধ্যমে স্পষ্টভাবে তাঁরা জানিয়ে দিলেন তাঁদের তৃণমূল ত্যাগের কারণ।

গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন হেভিওয়েট নেতা মৃগাঙ্ক ভট্টাচার্য। বিজেপিতে যোগদানের পর গণমাধ্যমের সামনে তিনি জানালেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেখিয়ে দিয়েছেন যে, তিনি সারা ভারতবর্ষকে কোন জায়গায় নিয়ে যেতে পেরেছেন। তৃণমূলের প্রতি অভিযোগ করে তিনি জানালেন যে, লাগাতার দুর্নীতি, উন্নয়নের নামে এমএলএ, এমপিদের পরিবারের লোকেরা কোটি কোটি টাকা লুটপাট করছে। মানুষকে বোকা বানানো হয়েছে। এই সমস্ত কিছুর বিরুদ্ধে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার স্বার্থে, নরেন্দ্র মোদির নেতৃত্বে এগিয়ে যাবে বাংলা,এই বিশ্বাস থেকে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল তৃণমূলের বর্ষীয়ান বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। তিনি জানালেন, বিজেপিতে যোগদান করতে তিনি বিজেপির দলীয় দপ্তরে এসেছেন। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানান, তাঁকে পরিত্যাগ করেছে দল। তাঁকে কোনো কিছু না জানিয়েই দল সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের টিকিট না দেওয়ার কারণে বিজেপিতে যোগদান করেছেন তিনি। বিজেপি থেকে যদি তাঁকে টিকিট দেয়া হয়, তবে এ বিষয়ে তিনি চিন্তাভাবনা করবেন বলে, গণমাধ্যমে জানালেন বর্ষিয়ান বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

গতকাল ক্রীড়াবিদ দিব্যেন্দু বিশ্বাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। এর কারণ হিসেবে গণমাধ্যমে তিনি জানালেন যে, গত সাড়ে ৬ বছর ধরে যথেষ্ট হার্ডওয়ার্ক তিনি করেছেন, কিন্তু যখন প্রার্থী ঘোষণা করা হল, তখন তিনি দেখলেন যে, সেখানে তাঁর নাম নেই। তিনি জানালেন, ২০১৪ সালে ভোটে পরাজয় এলেও, পরপর ৪ টি ভোটে জয় এসেছিল। এর পরেও কেন তাঁকে প্রার্থী তালিকা থেকে বাদ দেয়া হলো? তা তিনি জানেন না।

অন্যদিকে, গতকাল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন সরলা মুর্মু, সোনালী গুহ, তনুশ্রী চক্রবর্তী প্রমুখরা। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, রাজনীতিতে যারা সক্রিয় ও সফল, এরকম ৩ জন মহিলাকে দিয়ে মহিলা দিবসের দিন তাদের স্বাগত জানালেন তাঁরা। তাঁদের দিয়ে যোগদান পর্ব শুরু করেছেন তাঁরা। তিনি আশা করছেন, পশ্চিমবাংলার মহিলাদের মান-সম্মান নিয়ে যে সন্দেহ ও টানাপোড়েন দেখা দিয়েছে, তার থেকে মহিলাদের সুরক্ষিত রাখার জন্য বাংলায় বিজেপির সরকার প্রয়োজন। প্রধানমন্ত্রীর হাত শক্ত করার জন্য সকলকে আহ্বান জানাবেন তিনি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!