এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > এক মাসের মধ্যেই বদলাবে জেলা সভাপতি! গেরুয়া শিবিরের অন্দরে পদ নিয়ে তীব্র জল্পনা

এক মাসের মধ্যেই বদলাবে জেলা সভাপতি! গেরুয়া শিবিরের অন্দরে পদ নিয়ে তীব্র জল্পনা


লোকসভা নির্বাচনে বিজেপি অত্যন্ত ভালো ফল করেছে বাংলায়। এখন তাদের টার্গেট 2021 এর বিধানসভা নির্বাচন। আর সেই বিধানসভা নির্বাচনের আগে প্রতিটা জেলায় সংগঠনকে শক্তিশালী করতে নজর দিয়েছে বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী, একজন জেলা সভাপতি তিন বছর তার পদে থাকতে পারেন। সেক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার তার মেয়াদ উত্তীর্ণ করলেও এখনও তিনি তার পদে রয়েছেন।

তবে বিশেষ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, আগামী নভেম্বর মাসে দক্ষিণ দিনাজপুরে বিজেপির নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করবে রাজ্য বিজেপি। আর বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সভাপতি কে হবেন! তা নিয়ে ইতিমধ্যেই তীব্র জল্পনা শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি হিসেবে বেশ কয়েকজনের নাম ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের কাছে জমা পড়েছে, তার মধ্যে রয়েছেন শুভেন্দু সরকার, উদয়শংকর সরকার, গৌতম চক্রবর্তী, মানস সরকার, বিনয় বর্মন, বাপি সরকারের মত ব্যক্তিত্বরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ বলছেন, এর আগে লোকসভা নির্বাচনের সময় বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার হবে বলে জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত সংঘ ঘনিষ্ঠ বলে পরিচিত সুকান্ত মজুমদারকে প্রার্থী করা হয়েছিল। ফলে এবার জেলা সভাপতি পদে সঙ্ঘ ঘনিষ্ঠ কোনো ব্যক্তিকে বসানো হয় কিনা, সেদিকেও নজর রয়েছে একাংশের। তবে এই সময় সভাপতি পরিবর্তন করলে আখেরে বিপদ হতে পারে বলে মনে করছে বিজেপির একাংশ।

ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি পদে যোগ্য মুখ পাওয়ার জন্য রীতিমতো কালঘাম ছুটছে বিজেপি নেতৃত্বের। এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শুভেন্দু সরকার বলেন, “আমাদের বুথ ও মন্ডল কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। এরপরে জেলা সভাপতি পদে নাম ঘোষণা হবে। আশা করছি, নভেম্বরেই তা ঘোষণা হয়ে যাবে।” সব মিলিয়ে এবার শেষ পর্যন্ত নভেম্বরে যদি দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি পদে বদল আসে, তাহলে সঙ্গে ঘনিষ্ঠ কেউ নাকি রাজ্য বিজেপির চর্চিত মুখ সভাপতি হন! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!