এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন দলের এই হেভিওয়েট সাংসদ? জল্পনা তীব্র রাজনীতি মহলে

এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন দলের এই হেভিওয়েট সাংসদ? জল্পনা তীব্র রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল ছেড়ে দিয়েছেন দলের বেশ কিছু হেভিওয়েট। গত ১৯ সে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এরপর বিজেপিতে যোগদান করেছেন তাঁর ভাই সৌমেন্দু অধিকারী। এবার বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র শুভেন্দু অধিকারীর পিতা তথা তৃণমূলের বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারীকে নিয়ে। আজ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন, বলে জানা যাচ্ছে। যে কারণে, তাঁর বিজেপিতে যোগদানের জল্পনা তীব্র আকার ধারণ করেছে।

সূত্রের খবর, আজ দুপুরেই তৃণমূল সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী ২০ সে মার্চ কাঁথিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকার জন্য তাঁকে আমন্ত্রণ জানাতে চলেছেন লকেট চট্টোপাধ্যায়। অনেকে মনে করছেন, আগামী ২০ সে মার্চ ঘটতে পারে তাঁর বিজেপিতে যোগদান পর্ব, তৃণমূলের সঙ্গে দু’দশকের সম্পর্ক ত্যাগ করতে পারেন তিনি। তবে, এ বিষয়ে তিনি এখনো নিশ্চুপ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে, তৃণমূলের বিরুদ্ধে বেশ কয়েকবার বক্তব্য প্রকাশ করতে দেখা গেছে শিশির অধিকারীকে। ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন যে, শুভেন্দু অধিকারীর হয়ে দরকারে প্রচারে নামতেও তিনি রাজি আছেন। তিনি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারীর উপরে যদি কোন রাজনৈতিক হামলা হয়, তবে তাঁর পিতা হিসেবে তাঁকে রক্ষা করার চেষ্টা তিনি করবেন। তিনি এটাও জানিয়েছিলেন যে, আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের ফলাফল ভালো হবে না। ফলাফল শুভেন্দু অধিকারীর দিকেই যাবে।

আবার, কিছুদিন আগে নন্দীগ্রামে এসে মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করলেও তৃণমূলের পক্ষ থেকে দাবি করা মুখ্যমন্ত্রীকে ষড়যন্ত্র করে আঘাত করা হয়েছে, তা তিনি মেনে নেননি। তিনি জানিয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানেনা। ধাক্কার অভিযোগ সাজানো অভিযোগ বলেই তাঁর মন্তব্য। তাঁর নানা বক্তব্যেই দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছে রাজনীতি মহল।

এই পরিস্থিতিতে তাঁর বাড়িতে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই রাজনৈতিক মহলের দাবি। তবে, এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি জানালেন যে, যে কেউ আসতেই পারেন, তাঁর সঙ্গে দেখা করতে। তিনি জানিয়েছেন, এর সঙ্গে রাজনীতির কোনো ব্যাপার জড়িত নেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!