মুকুল রায়ের বিজেপি যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ আব্দুল মান্নানের বিশেষ খবর রাজ্য November 4, 2017 মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পরও তাঁর সম্পর্কে নিজের অবস্থান থেকে এক ইঞ্চিও সরতে রাজি নন বিধানসভায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান। পুরোনো রাগে এখনো গড়গড় করছেন তিনি। প্রাথমিক ভাবে তো তিনি মুকুল রায়কে নিয়ে মন্তব্যেও অরাজি ছিলেন। পরে অবশ্য সাংবাদিকরা চেপে ধরায় তিনি বলেন, এটা সম্পূর্ণ তৃণমূল ও বিজেপির ব্যাপার। এই বিষয়ে আমার ছিটেফোঁটা মন্তব্য করার ইচ্ছা নেই। কেন না মুকুল রায় সাধুপুরুষ বা মহাপুরুষ কিছুই নন। তিনি কি আমি ভালো মতোই জানি। তাঁকে নিয়ে মন্তব্য করে অহেতুক কাদা ঘাঁটতে চাই না। আর তাঁর এই মন্তব্য যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না। আপনার মতামত জানান -