বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়কে নজিরবিহীন আক্রমন মহম্মদ সেলিমের বিশেষ খবর রাজ্য November 4, 2017 রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন একদা শাসকদলের অঘোষিত দুনম্বর আর সেই বিষয়ে নিজের মতামত জানাতে গিয়ে মুকুল রায়কে নজিরবিহীন ভাষায় আক্রমন করলেন রায়গঞ্জ থেকে নির্বাচিত সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। কোনোরকম রাজনৈতিক শালীনতার ধারে কাছে না থেকেই সেলিম সাহেব মুকুলবাবুকে সরাসরি ‘দালাল’ আখ্যা দেন। তবে নিজের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকেও একহাত নেন তিনি। মহম্মদ সেলিমের ভাষায়, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দালালি করত। এখন দালালি করবেন অমিত শাহের। বাংলায় তৃণমূলের হয়ে সমস্ত অপকর্মের মূলে রয়েছেন ওই মুকুল রায়। এখন তিনি বিজেপিতে গিয়ে অমিত শাহের হয়ে দালালি শুরু করবেন। যেভাবে তৃণমূলের হয়ে অপকর্ম করে গিয়েছেন, সেভাবে বিজেপির হয়ে অপকর্ম করবেন। আর মমতাকে ওইসব অপকর্মগুলো করার জন্য নতুন করে একজন খুঁজতে হবে। আপনার মতামত জানান -