এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোভন-বৈশাখীই তুরুপের তাস গেরুয়া শিবিরের, নজরে পুরসভা ভোট

শোভন-বৈশাখীই তুরুপের তাস গেরুয়া শিবিরের, নজরে পুরসভা ভোট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘ 16 মাস বিজেপিতে থেকেও নিষ্ক্রিয় ছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বরাবরই শোভন চট্টোপাধ্যায়ের দাবি ছিল তাঁকে এবং বৈশাখীকে সম্মান দিতে হবে তারপরেই তাঁরা সক্রিয় হয়ে উঠবেন। শেষমেষ শোভনের জেদেরই জয় হল। পুরসভা নির্বাচনের আগে শোভন-বৈশাখীকে দেওয়া হলো গুরুত্বপূর্ণ পদ। আর এবার দীর্ঘদিন পর শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে বিজেপির প্রথম কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা যাবে। আপাতত সামনে আসছে পুরসভা নির্বাচন আর তাতেই গেরুয়া শিবির জল মেপে নিতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিধানসভা নির্বাচনের আগে কলকাতাসহ রাজ্যের পুরসভা নির্বাচনের ক্ষেত্রে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে এবার লড়াইয়ের মুখ করতে চলেছে গেরুয়া শিবির। আপাতত শোভন কলকাতার পর্যবেক্ষক হিসেবে কাজ করতে চলেছেন গেরুয়া শিবিরে। পাশাপাশি বৈশাখী বন্দ্যোপাধ্যায় হয়েছেন বিজেপির সহ-আহ্বায়ক। আপাতত শোভন-বৈশাখীর জন্য নির্দিষ্ট অফিস পর্যন্ত নির্ধারিত হয়েছে মুরলীধর লেনে। শোভন চট্টোপাধ্যায় একসময় কলকাতা পুরসভার মেয়র ছিলেন। তার পর দীর্ঘদিন ধরেই তিনি রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রীত্ব পালন করেছেন। তাই গেরুয়া শিবির পুরসভা নির্বাচনের ক্ষেত্রে সর্বাগ্রে রাখছেন শোভন চট্টোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁরই নেতৃত্বে কলকাতা পুরসভা নির্বাচনে গেরুয়া শিবির লড়াইয়ের ময়দানে নামছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, কলকাতায় কিন্তু বিজেপির পরিস্থিতি খুব একটা ভালো নয়। শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগেই কলকাতা ও শহরতলীর বিজেপির সংগঠনকে শক্ত পোক্ত করতে চলেছে পদ্ম শিবিরের কর্তারা। এতদিনে সবার জানা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ বিজেপিকে একুশের বিধানসভা নির্বাচনে 200 আসনের টার্গেট দিয়েছেন। এই টার্গেট ফুলফিল করতে অবশ্যই শহরতলীর জেলাগুলিতে ভালো ফল করতে হবে গেরুয়া শিবিরকে আর সেদিকে নজর দিয়েই শোভন চট্টোপাধ্যায়কে কাজে লাগাতে চলেছে বিজেপি।

কলকাতাসহ দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার শহর লাগোয়া কেন্দ্রগুলিতে বিজেপির ভোট ব্যাংক বাড়াতে কাজে লাগানো হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে। আপাতত কলকাতা পুরসভার নির্বাচন এবং একুশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য। বিশেষজ্ঞরা মনে করছেন, পুরসভা নির্বাচনের ফলাফল অনেকটাই প্রভাব ফেলবে একুশের বিধানসভা নির্বাচনে। তাই এক্ষেত্রে কলকাতা পুরসভা নির্বাচনে যতটা সম্ভব ভোট নিজেদের ঝুলিতে ভরতে চাইছে গেরুয়া শিবির। এক্ষেত্রে যথারীতি এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে চলেছেন গেরুয়া শিবিরের তুরুপের তাস শোভন-বৈশাখী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!