এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ঊনিশের লোকসভাতেই বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন শুভেন্দু? ফাঁস হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য

ঊনিশের লোকসভাতেই বিজেপি প্রার্থীদের জিতিয়েছেন শুভেন্দু? ফাঁস হয়ে গেল চাঞ্চল্যকর তথ্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত মেদিনীপুরের কাঁথিতে চললো শুভেন্দু অধিকারীর রোডশো ও সভা। যেখানে দেখা গিয়েছিল জনজোয়ার। এই কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। গতকাল, সৌমিত্র খাঁর বহুল প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন সৌমিত্র খাঁ পূর্বে বিজেপিতে যোগ দিয়ে তাঁকে বিজেপিতে যোগদানের পথ দেখিয়েছিলেন। আবার, বিজেপিতে যোগদানের বিষয়ে সৌমিত্র খাঁ তাঁকে যথেষ্ট সাহায্যও করেছেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

গতকালের কাঁথির এই রোডশো থেকেই বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ জানালেন যে, গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে তাঁকে বিষ্ণুপুর থেকে জয়লাভে যথেষ্ট সাহায্য করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে, শুভেন্দু অধিকারী সেসময়ে ছিলেন শাসকদল তৃণমূলে। সেই সময় তিনি তৃণমূলে থেকেও নির্বাচনে বাজিমাত করতে সাহায্য করেছিলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁকে। তাঁর এই দাবি যথেষ্ট চাঞ্চল্য ফেলে দিলো রাজনৈতিক মহলে।

গতকাল রোডশো চলাকালীন কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ডে এমনই বক্তব্য রেখেছেন সৌমিত্র খাঁ। শুভেন্দু অধিকারী সেসময় তৃণমূলে থেকেও তাঁকে সাহায্য করেছেন নির্বাচনে জয়লাভে। তাঁর এই বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, সম্প্রতি শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও, দীর্ঘ সময় ধরে তিনি বিজেপিতে যোগদানের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল কাঁথি থেকে শাসকদল তৃণমূলকে তীব্র কটাক্ষ ও একাধিক হুঁশিয়ারি বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান যে, আগামী বিধানসভা নির্বাচনে মেদিনীপুরের ৩৫ টি আসনেই জয়লাভ করবে বিজেপি। আদর্শ আচরণ বিধি চালু হলে আসল খেলা দেখাবেন তিনি। তৃণমূলের বিভিন্ন নেতার কেচ্ছা ফাঁস করে দেবেন বলে তিনি হুশিয়ারি দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন যে, অধিকারী পরিবারের প্রচেষ্টাতেই মেদিনীপুরের উঠে দাঁড়াতে পেরেছিল তৃণমূল। আবার তিনি এর প্রমাণ করে দেবেন তৃণমূলকে বড় ঝটকা দিয়ে।

অন্যদিকে, আগামী ৭ ই জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভার পরেই দিনেই নন্দীগ্রামে পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। সেদিন মুখ্যমন্ত্রীর সমস্ত কথার তিনি জবাব দেবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে করেছেন যে, তাঁর সভায় অধিক লোকসমাগম হবে, মুখ্যমন্ত্রীর সভার তুলনায়। গতকাল নন্দীগ্রামে তাঁর জনসভায় ব্যাপক জনসমাগম হয়েছিল। যার ফলে যথেষ্ট উচ্ছ্বসিত বিজেপি শিবির।

অন্যদিকে, গতকাল শুভেন্দু অধিকারীকে একের পর এক কটাক্ষ করলেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। সুজাতা খাঁ কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদের পর, তাঁকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন সৌমিত্র খাঁ। গতকাল শুভেন্দু অধিকারীর প্রতি তীব্র কটাক্ষ করলেন সুজাতা খাঁ । সুজাতা খাঁ গতকাল জানান যে, শুভেন্দু অধিকারী যে কেন্দ্র থেকেই লড়াই করবেন, সেখানেই তাঁর জামানত জব্দ করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!