এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে এবার দিল্লি থেকে কাশ্মীর, দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন দিলীপ ঘোষ

জল্পনা বাড়িয়ে এবার দিল্লি থেকে কাশ্মীর, দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার বৈঠকের পর দিল্লি থেকে সবে ফিরেছেন, আবার আজ সকালেই দিল্লির উদ্দেশ্যে যাত্রা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, লম্বা ছুটি কাটাতে দিল্লি যাচ্ছেন তিনি। ১০ দিনের সফরে তিনি দিল্লি যাচ্ছেন। সংসদের অধিবেশন শেষ করে তবে রাজ্যে ফিরবেন। আজ সকাল ছ’টার বিমানে দিল্লি রওনা দেয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তিনি জানান তাঁর ১০ দিনের দিল্লি সফরের কথা। আবার, বিজেপির সংসদীয় দলের প্রতিনিধিদের সঙ্গে কাশ্মীরে যাবার সম্ভাবনাও আছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। বিমান যাত্রার পূর্বে একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ব্যারাকপুরের গতকালের ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে দিলীপ ঘোষকে। এ প্রসঙ্গে তিনি জানালেন, ভাটপাড়া, ব্যারাকপুর লোকসভা এলাকা উপদ্রুত এলাকায় পরিণত হয়েছে। যেদিন থেকে অর্জুন সিং বিজেপিতে যোগদান করেছেন, সেদিন থেকেই তাঁকে টার্গেট করা হচ্ছে। প্রতিনিয়ত তাঁকে আক্রমণ করে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁর লোকজনদের ওপরেও হামলা চলছে। ইচ্ছে করেই সেখানে এমন পুলিশ অফিসারকে নিয়োগ করা হয়েছে, যিনি সব কিছু ছেড়ে দিয়ে অর্জুন সিংকে বিরক্ত করবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার গতকাল বর্ধমানের ঘটনা প্রসঙ্গে তিনি জানালেন যে, কিছু লোক দলকে অস্বস্তিতে ফেলছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যারা এই কাজ সমর্থন করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। এছাড়া আর কোনো রাস্তা ছিল না। আবার, মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে বিধানসভার ৮ টি কমিটি থেকে বিজেপি বিধায়কদের পদত্যাগ সম্পর্কে তিনি জানালেন যে, সম্প্রতি যেভাবে সরকার চলছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে চালানোর চেষ্টা হচ্ছে, তা মোটেই সমর্থনযোগ্য নয়। তাই এ পথ বেছে নেওয়া ছাড়া, আর কোন উপায় কারোর কাছেই ছিল না।

প্রসঙ্গত, গত সোমবারই দিল্লিতে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এরপর তাঁর আজ আবার দিল্লি যাত্রা জল্পনা যথেষ্ট বাড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহলে। অনেকে মনে করছেন, দ্রুত বিজেপির রাজ্য সংগঠনের বড়সড় রদবদল ঘটার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতেই আবার দিল্লি গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!