এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > হেভিওয়েট নেতার তৃণমূল ঘনিষ্ঠতা আটকাতে নয়া পদক্ষেপ বিজেপির, বাড়ছে গুঞ্জন!

হেভিওয়েট নেতার তৃণমূল ঘনিষ্ঠতা আটকাতে নয়া পদক্ষেপ বিজেপির, বাড়ছে গুঞ্জন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  উত্তরবঙ্গের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন গ্রেটার নেতা অনন্ত মহারাজ। গত লোকসভা থেকে শুরু করে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তার দখলে থাকা ভোটব্যাঙ্ক বিজেপির দিকে যাওয়ার কারণেই উত্তরবঙ্গে ভালো ফলাফল করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তবে ধীরে ধীরে বিজেপির সঙ্গে অনন্তবাবুর সম্পর্কের চিড় ধরতে শুরু করেছে বলেই আশঙ্কা তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে সম্প্রতি একের পর এক তৃণমূল নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের সঙ্গে অনন্ত মহারাজের সাক্ষাতকে কেন্দ্র করে জল্পনা তৈরি হয় উত্তরবঙ্গের রাজনীতিতে।

খুব দ্রুত অনন্তবাবু তৃণমূলে যোগ দিতে পারেন বলে দাবি করতে শুরু করেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার অনন্ত মহারাজের মত নির্ণায়ক শক্তি যার জন্য বিজেপির ফলাফল কিছুটা হলেও ভালো হয়েছে উত্তরবঙ্গে, তাই তিনি যাতে কোনোভাবেই তৃণমূলে যোগ না দেন, তার জন্য এবার মরিয়া চেষ্টা করতে শুরু করল ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, সোমবার রাতে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতী রাভা রায়। স্বাভাবিকভাবেই হঠাৎ করে জেলা বিজেপি সভাপতির নেতার বাড়িতে উপস্থিতি নিয়ে গুঞ্জন বাড়তে শুরু করে। অনেকেই নিশ্চিত হয়ে যান যে, সম্প্রতি রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে জগদীশচন্দ্র বসুনিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে দেখা গিয়েছে এই অনন্ত মহারাজকে। যার ফলে সেই সাক্ষাত কাকতালীয় হলেও একাংশ দাবি করতে শুরু করেছেন, অনন্তবাবুর সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা বাড়ছে‌‌।

এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনন্ত মহারাজের দূরত্ব বৃদ্ধির কারণে তিনি বড় কোনো পদক্ষেপ নিতে পারেন। আর যদি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তাহলে কামতাপুরী থেকে শুরু করে রাজবংশী ভোট ঘাসফুল শিবিরের দিকে চলে যেতে পারে। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে অনন্ত মহারাজ যাতে এরকম কোনো সিদ্ধান্ত না নেন, তার জন্য তড়িঘড়ি তার বাড়িতে উপস্থিত হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা এই সাক্ষাতের সঙ্গে তেমন কোনো বিষয় নেই বলে দাবি করেছেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি। তিনি বলেন, “অনন্ত মহারাজ কোনো রাজনৈতিক দল করেন না। তিনি বিজেপিকে সমর্থন করেন। তবে রাজনীতির উর্ধ্বে তার সঙ্গে যে কেউ দেখা করতেই পারেন। তার মানে এই নয় যে, তিনি তৃণমূলে যোগ দেবেন। তবে তার সঙ্গে কিছু আলোচনা হলেও, কোনো রকম রাজনৈতিক আলোচনা হয়নি।” একইভাবে তাকে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, তা বাস্তব নয় বলেও দাবি করেছেন গ্রেটার নেতা অনন্ত মহারাজকে।

এদিন তিনি বলেন, “আমি কোনো রাজনৈতিক দলে যোগ দেব, এটা ভাবা ভুল। আমার সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের সখ্যতা রয়েছে।” তবে বিশেষজ্ঞরা বলছেন, অনন্ত মহারাজের সঙ্গে সবথেকে বেশি সখ্যতা রয়েছে ভারতীয় জনতা পার্টির‌। আর সেই কারণেই গত লোকসভা থেকে শুরু করে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের কামতাপুরী থেকে শুরু করে রাজবংশী ভোট অনন্ত মহারাজ বিজেপিকে পাইয়ে দিয়েছেন। তবে দিনকে দিন তার সঙ্গে বিজেপির সম্পর্কের অবনতি হতে শুরু করেছিল বলে দাবি করতে দেখা গিয়েছে সমালোচক মহলের একাংশকে।

আর এই পরিস্থিতিতে তৃণমূলের নেতা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে তার দেখা করা এবং কথা বলার ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাপে পড়ে যায় ভারতীয় জনতা পার্টি। তাই তড়িঘড়ি অনন্ত মহারাজকে খুশি রাখতে এবং তিনি যাতে তৃণমূল কংগ্রেসে যোগদান না করেন, সেই বিষয়টি বোঝাতেই কি কোচবিহার জেলা বিজেপির সভাপতি তার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন? মালতিদেবী থেকে শুরু করে অনন্ততাবু এই ব্যাপারে সমস্ত জল্পনাকে নস্যাৎ করে দিলেও, এই প্রশ্ন ক্রমশ মাথাচাড়া দিতে শুরু করেছে উত্তরবঙ্গের রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!