এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রতিবাদের নামে ইসলামিক সেন্টারের সাইনবোর্ড বিকৃতি! বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছে হিন্দুসেনা?

প্রতিবাদের নামে ইসলামিক সেন্টারের সাইনবোর্ড বিকৃতি! বড়সড় অস্বস্তিতে পড়তে চলেছে হিন্দুসেনা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন ধরেই ফ্রান্সে সন্ত্রাসবাদী হামলা নিয়ে ইউরোপের দেশগুলির মধ্যে মুসলিম দেশগুলোর সমালোচনা লক্ষ্য করা গেছে। যেখানে কার্টুন বিতর্ক থেকে শুরু করে সেই সম্পর্কে মন্তব্য নিয়েও ইউরোপের দেশগুলিতে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সমালোচনার ঝড় দেখা গিয়েছিল। এমন পরিস্থিতিতে ভারত ফ্রান্সের পাশে দাঁড়ালেও দেশের অভ্যন্তরে বেশ কিছু জায়গায় যে প্রতিবাদ লক্ষ্য করা গেছে, তারই প্রমাণ পাওয়া গেছে সম্প্রতি।

গতকাল দিল্লিতে ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের সাইনবোর্ড বিকৃত করার অভিযোগ উঠেছে হিন্দু সেনা সংগঠনের বিরুদ্ধে। বস্তুত, হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুত্ব সেনার কয়েকজন সদস্যের ইচ্ছাকৃত কার্যকলাপ হিসেবে এমন অভিযোগ সামনে এসেছে বলে জানা গেছে। বস্তুত, দিল্লি রোড এলাকায় ইন্ডিয়া ইসলামীক কালচারাল সেন্টারের একটি সাইনবোর্ডে অজ্ঞাত পরিচয় কয়েকজন একটি পোস্টার আটকে দেয়।

তবে এক্ষেত্রে সেই পোস্টারটিতে যা লেখা ছিল তা নিয়েই বিতর্ক তৈরি হয়েছে বলে জানা যায়। এই পোস্টারের ইন্ডিয়া ইসলামিক কালচারাল সেন্টারের বদলে জিহাদী টেররিস্ট ইসলামিক সেন্টার এই কথা লেখা ছিল বলে জানা গেছে। আর এর পরেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার এক কার্যকর্তার কথায় দাবি করা হয়, এই কাজ তাদের সংগঠনেরই করা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আরো বলেন, গোটা বিশ্ব তথা ফ্রান্স এবং ভারতে যেভাবে জঙ্গি কার্যকলাপ বেড়ে চলেছে, সেখানে মুসলিম সম্প্রদায়ের হাতই রয়েছে। আর সেই তাদের ক্ষোভের কারণেই সংগঠনের সদস্যরা এমন কাজ করেছেন বলেও জানিয়েছেন তিনি। তবে এ বিষয়টি নিয়ে এরপরই তুমুল বিতর্ক তৈরি হয় সোশ্যাল মিডিয়ায় সেক্ষেত্রে পুলিশ প্রশাসনকে টুইটের মাধ্যমে সমালোচনা করতেও দেখা যায়।

তবে এর পরেই সেই পোস্টার সরিয়ে দেয় পুলিশ এবং ঘটনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বলেও জানা যায়। প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে এবং উত্তর প্রদেশে বিজেপির কার্যকলাপকে কেন্দ্র করে ভারতবর্ষে তারা জাতিভেদ সঞ্চার করছে এমন বিতর্ক সৃষ্টি করেছিলেন বিরোধীরা।

এমন পরিস্থিতিতে ভারতের মত ধর্মনিরপেক্ষ দেশে জাতিভেদ সংক্রান্ত সেনসিটিভ বিষয় নিয়ে হিন্দু সেনার এ ধরনের কাজে সমালোচনা হবে সে কথা অত্যন্ত স্বাভাবিক। তবে এরই মধ্যে এই বিতর্ক যে সারা দেশে ছড়িয়ে পড়েছে সেকথাও জানা গেছে। তবে এক্ষেত্রে এ মামলা সমগ্র হিন্দু সেনা সংগঠনের বিরুদ্ধে নয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধেই হয়েছে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!