এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নয়া বিতর্কে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, ব্যাপক চাপে মমতা সরকার!

নয়া বিতর্কে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী, ব্যাপক চাপে মমতা সরকার!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ফের বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী হুমায়ুন কবীর। কিছুদিন আগেই আদিবাসী মহিলা তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন। যেখানে তিনি জানিয়েছিলেন, তাকে জোর করে চাকরি দেওয়ার নাম করে নিজের বাড়িতে পরিচারিকার কাজ করিয়ে নিয়েছেন হুমায়ুনবাবু। আর এবার সেই হেভিওয়েট মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সেই আদিবাসী তরুণী। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে একটি বিস্ফোরক অভিযোগ করেছেন আদিবাসী তরুণী সবিতা লায়েক। তিনি জানিয়েছেন, মন্ত্রীর বিরুদ্ধে তিনি কিছুদিন আগে যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহার করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে। আর সেই চাপ দিতে শুরু করেছেন মন্ত্রীর সহধর্মিনী অনিন্দিতা দাস কবীর। শুধু তাই নয়, সেই আদিবাসী তরুণীকে জোর করে বাড়ি থেকে নিয়ে গিয়ে একটি মিথ্যা বয়ানে সই করার জন্য চাপ দেওয়া হয়েছিল বলেও অভিযোগ।

যদিও বা সেই সমস্ত অভিযোগকে ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী হুমায়ুন কবীর। তবে আদিবাসী তরুণীর অভিযোগের পর এই গোটা ঘটনায় হেভিওয়েট মন্ত্রী এবং রাজ্য সরকার যে যথেষ্ট চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!