কখন হবে মাঙ্গলিক যোগ? কখন কাটবে দোষ? দুটির মধ্যে পার্থক্য? জেনে নিন কি বলছে জ্যোতিষশাস্ত্র? অন্যান্য পুজো, শাস্ত্র ও ভাগ্য August 18, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পাত্র পাত্রীর বিজ্ঞাপণ হোক বা জ্যোতিষ চর্চা, এটি বহুশ্রুত এবং বহু আলোচিত বিষয় হল, জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ। দক্ষিণ ভারতীয় জ্যোতিষ অনুসারে রাশিচক্রের দ্বিতীয় ঘরে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক যোগকে নির্দেশ করে। এছাড়া লগ্নে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম ও দ্বাদশ ভাবে থাকলে মাঙ্গলিক দোষ হয়। অনেকেই মনে করেন মঙ্গল শব্দটি শুভ অর্থে ব্যবহৃত হয়, তবে এক্ষেত্রে সেটি খারাপ হতে পারে কি করে তবে সে ক্ষেত্রে বলে রাখা দরকার মঙ্গল শক্তি বা সাহস হিসাবে পরিচিত হয়। তাই আপনার যার সঙ্গে বিবাহ যোগ রয়েছে, তার সঙ্গে আপনার যদি লড়াইয়ের সম্পর্ক থাকে, তাহলে বিবাহ সুসম্পন্ন হতে পারে না। তাই সে ক্ষেত্রে পরস্পরের গ্রহের মধ্যে একটি শান্তিপূর্ণ মিল খুঁজে নেওয়ার চেষ্টা করা হয়। তবে কোন কোন ক্ষেত্রে আপনার মাঙ্গলিক দোষ থাকেনা আসুন জেনে দেখি– যদি লগ্ন, চন্দ্র বা শুক্রের দ্বিতীয় ঘরে থাকে তবে মাঙ্গলিক দোষ হয় না। মঙ্গল যদি রাহু, শনি বা কেতুর সঙ্গে যুক্ত থাকে তবে সেক্ষেত্রে দোষ হয় না। যদি বৃহস্পতি মঙ্গলের দ্বাদশ ঘরে থাকে বা মঙ্গল বৃহস্পতির দ্বিতীয় ঘরে থাকে, তবে সেক্ষেত্রেও জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষ থেকে রক্ষা পায়। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - যদি জাতক বা জাতিকার জন্ম চক্রে মঙ্গল প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ স্থানে অবস্থান করে, তবে মাঙ্গলিক যোগ হওয়ার সম্ভাবনা দেখা যায় না। যদি কোন লগ্নের সঙ্গে মঙ্গলের রাজযোগ লক্ষ্য করা যায়, তবে সেক্ষেত্রেও জাতক বা জাতিকা মাঙ্গলিক হওয়া থেকে রক্ষা পায়। এছাড়া চন্দ্র, রাহ্ন, বৃহস্পতি এবং মঙ্গল একই স্থানে অবস্থান করে তবে সে ক্ষেত্রেও মাঙ্গলিক যোগ থেকে রক্ষা পাওয়া যায়। তবে রাশিচক্রে যদি মঙ্গলের অবস্থান শুভ হয়, তবে জাতক বা জাতিকা প্রচুর উৎসাহ লাভ করে। সঙ্গে তাদের সাহস, শক্তি এবং ক্রোধ বৃদ্ধি পায়। তবে এর ফলে সাংসারিক শান্তিযোগ বিঘ্নিত হতে পারে। সেক্ষেত্রে মঙ্গলকে তুষ্ট করার জন্য সংসারে শান্তি সস্থান করতে পারেন। এছাড়া প্রতি মঙ্গলবার সাত্ত্বিক আহার করা, বা শুদ্ধ বসনে দরিদ্রকে দান করলেও ভালো ফল পাওয়া যেতে পারে। আপনার মতামত জানান -