এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শাসক-বিরোধী উভয়েরই ঘুম উড়ছে

পঞ্চায়েতের প্রার্থী তালিকা চূড়ান্ত করতে শাসক-বিরোধী উভয়েরই ঘুম উড়ছে


পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেছে এদিকে এখনো তৈরী হয়নি চূড়ান্ত প্রার্থী তালিকা। জেলার ৯ টি পঞ্চায়েত সমিতিতে রয়েছে ২৮৭ টি আসন, ৯৮ টি গ্রাম পঞ্চায়েতে রয়েছে ১৬৪৯ টি আসন এবং ২৬ টি জেলা পরিষদ আসন রয়েছে। এতগুলি আসন এদিকে এত কম সময়, পুরো বিষয়টাই একটা বোরো চ্যালেঞ্জ হিসাবে দেখছে প্রতিটি রাজনৈতিক দল। ঘুম উড়েছে প্রতি দলের নেতা কর্মীদেরই। জানা গেছে ইটাহার ও হেমতাবাদে প্রার্থী চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এ দিন জেলা সভাপতি অমল আচার্য জানান, “প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ শুরু হয়েছে। সেই তালিকা চূড়ান্ত হলেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে।” তাঁর কথায়, “গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে সর্বজনগ্রাহ্য প্রার্থী ঠিক করা আমাদের একমাত্র লক্ষ্য।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

ব্লক ও জেলাস্তরে স্ক্রিনিং কমিটি করা হয়েছে। ব্লকস্তরে স্কিনিং কমিটি গ্রাম পঞ্চায়েতে প্রার্থীদের বাছাই করবে। যদি কোনও সমস্যা হয় তাহলে তা জেলাস্তরের স্ক্রিনিং কমিটি মেটাবে। জেলাস্তরের স্ক্রিনিং কমিটির রিপোর্ট রাজ্য স্ক্রিনিং কমিটির কাছে পাঠানো হবে নিয়মিত।”এদিকে কংগ্রেস প্রার্থী তালিকা চূড়ান্তকরণ প্রক্রিয়া শুরু করেছে রায়গঞ্জের পাশাপাশি করণদিঘি, কালিয়াগঞ্জ এলাকার প্রতিটি ব্লকেই। কংগ্রেসের নিচুতলার কর্মী সূত্রের খবর, এই প্রার্থী তালিকা চূড়ান্তকরণ প্রক্রিয়া শেষ হলেই বাড়ি বাড়ি গিয়ে প্রচার ও কর্মী সভা শুরু করা হবে। জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের কথায়, “জেলার নয়টি ব্লকেই ৯৮ টি গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দেবে কংগ্রেস সুষ্ঠুভাবে ভোট হলে জেলা পরিষদ দখলে আসবে কংগ্রেসের।” এদিকে বিজেপি জেলা সভাপতি নির্মল দাম আত্মবিশাসের সাথে বলেন, “অনেকদিন আগে থেকে প্রার্থী তালিকা প্রস্তুতির কাজ শুরু করে দেওয়া হয়েছে। এখন প্রার্থীদের নাম ঘোষণা করা বাকি। রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি, চাকুলিয়া, চোপড়া ও ইসলামপুর ব্লকে আশাতীত ফল করবে বিজেপি।” এদিন সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল জানান, “জেলার মানুষ পরিবর্তন চায়। গত পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট ভালো ফল করেছিল। কিন্তু একের পর এক পঞ্চায়েত দখল করে নিয়েছে তণমূল। আশাকরি মানুষ এবার যোগ্য জবাব দেবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!