এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শোকের আবহেও দায়িত্ব পালনে পিছপা হলেননা মুকুল রায়, করলেন পিএসির প্রথম বৈঠক

শোকের আবহেও দায়িত্ব পালনে পিছপা হলেননা মুকুল রায়, করলেন পিএসির প্রথম বৈঠক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছেন কিছুদিন আগেই। আর তারপরেই দীর্ঘ রোগভোগের পর তাঁর স্ত্রী বিয়োগ ঘটেছে। শোকের আবহ  বর্তমান, কিন্তু মুকুল রায় তাঁর দায়িত্ব পালনে বিন্দুমাত্র ত্রুটি করলেননা। কার্যত তাঁর স্ত্রীর পারোলৌকিক অনুষ্ঠান শেষ হওয়ার পরেই মুকুল রায়কে দেখা গেল বিধানসভায় পিএসির বৈঠকে। মুকুল রায় বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন, আর গেরুয়া শিবির এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানিয়েছে। কার্যত মুকুল রায় তৃণমূলে যোগদান করলেও এখনো বিজেপি বিধায়ক হিসেবে চিহ্নিত। তিনি বিধানসভাতেও বিরোধীদের আসনেই বসছেন।

কিন্তু বিজেপি উঠে পড়ে লেগেছে তাঁর বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করার জন্য। এই নিয়ে স্পিকারের কাছে আবেদন জমাও করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ছিল সেই আবেদনের শুনানি। যদিও শুনানিতে মুকুল রায় উপস্থিত ছিলেননা। শুক্রবার তিনি শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে একটি বৈঠক করেন এবং তারপর ফিরে যান কাঁচরাপাড়ায়। সেখানেই তাঁর স্ত্রীর পারলৌকিক অনুষ্ঠান হয়েছে বৃহস্পতিবার। নিয়মভঙ্গের কথা ছিল শনিবার। কিন্তু পিএসির বৈঠক থাকার জন্য সেই নিয়মভঙ্গ রবিবার হবে বলে সূত্রের খবর। এদিকে মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন লাগু করা নিয়ে শুনানি ডেকেছিলেন বিধানসভার স্পিকার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু তিন-চার মিনিটের মধ্যেই শুনানি শেষ হয়। এবং পরবর্তী শুনানির তারিখ ঘোষণা হয় 30 শে জুলাই। কিন্তু এই শুনানি যে শুভেন্দু অধিকারীকে খুশি করতে পারেনি তা পরিষ্কার। তিনি শুনানির পরেই জানিয়ে দেন আইনের আশ্রয় নেবেন বলে। অন্যদিকে মুকুল পিএসির চেয়ারম্যান হওয়ায় বিজেপি বিধায়কদের পক্ষ থেকে আটটি চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়া হয়। শুক্রবার সেইসব কমিটির নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।

বিধানসভার কমিটিতে জায়গা পেয়েছেন মদন মিত্র থেকে রূকবানুর রহমান সহ অনেকেই। এই অবস্থায় মুকুলকে চাপে ফেলার জন্য আবারও নতুন পরিকল্পনা শুরু করেছে গেরুয়া শিবির। অস্ত্র হয়ে উঠতে চলেছে রাজ্যসভার ভোট। কিন্তু মুকুল রায়ের বিরুদ্ধে সেই অস্ত্র প্রয়োগ করা হলে মুকুল রায় কি চুপ করে বসে থাকবেন? সেক্ষেত্রে গেরুয়া শিবির কার্যত মুকুলকে উপড়ে ফেলতে সাফল্য লাভ করে কিনা, তা নিয়েই এখন জোরদার আলোচনা চলছে রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!