এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দিলীপের কাছে পদত্যাগ পত্র পাঠালেন প্রভাবশালী নেতা, জোর চাঞ্চল্য রাজ্যে !

দিলীপের কাছে পদত্যাগ পত্র পাঠালেন প্রভাবশালী নেতা, জোর চাঞ্চল্য রাজ্যে !


বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে নানা অপরাধমূলক ঘটনার কথা তুলে ধরে সরব হচ্ছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যের ক্ষমতা দখল এখন তাদের কাছে প্রধান বিষয়। আর সেই মতো করে তৃণমূলের নানা স্তরের নেতাদের বিরুদ্ধে একটা অভিযোগ পেলেই রীতিমতো ময়দানে নেমে শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে গেরুয়া শিবির। তবে এবার বিজেপির এক নেত্রীর অভিযোগের ভিত্তিতে চরম অস্বস্তিতে পড়ল ভারতীয় জনতা পার্টি।

কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন তাঁর দলেরই এক নেত্রী। বিজেপির টিচার্স সেলের সদস্যা অভিযোগ করেছিলেন যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার সহবাস করেছেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল ভারতীয় জনতা পার্টির অন্দরমহলে।

বিজেপি নেত্রীর অভিযোগ, দীর্ঘদিন আগে তার স্বামী মারা যান। আর তারপরেই নিউ আলিপুরের জ্যোতিষ রায় রোডের বাসিন্দা সোমনাথ বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে সম্পর্ক তৈরি করে 2015 সাল থেকে 17 সাল পর্যন্ত একাধিকবার তার সঙ্গে সহবাস করেন। এমনকি তাকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ।শুধু তাই নয়, সেই তরুণীকে ভয় দেখিয়ে তার কাছ থেকে 50 হাজার টাকা নেয় অভিযুক্ত। তবে সেই টাকা ফেরত চাইলে পরবর্তীতে বিজেপি নেতা সোমনাথ মুখোপাধ্যায়ের কাছ থেকে হুমকি পেতে হয় বলেও অভিযোগ উঠেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই নিয়েই বিজেপির অন্দরে শুরু হয়েছিল জোর চাঞ্চল্য আর সেই অস্বস্তি এতটাই বেড়েছিল যে এদিন শেষমেশ ইস্তফা দিলেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে এদিন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

জানা যাচ্ছে, গতকাল দিলীপ ঘোষের সঙ্গে দেখা করেন সোমনাথবাবু। দিলীপবাবু তাঁকে বলেন আগে নিজেকে নির্দোষ প্রমান করুন তারপর ফের দায়িত্ব নেবেন।সেই মতো এদিন সোমনাথবাবু দিলীপ ঘোষকে পদত্যাগ পাত্র পাঠিয়েছেন।সেখানে লেখা হয়েছে যে, ‘আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। কিন্তু যেহেতু পার্টিতে আমি রয়েছি, তাই এখন পদত্যাগ করছি। যাতে পার্টির বদনাম না হয়।’

তাঁকে এদিন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে পুরোটাই চক্রান্ত। তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার পার্টির দায়িত্ব নেব।’ সোমনাথের পদত্যাগপত্র গ্রহণ করেছেন দিলীপ ঘোষ। তবে আপাতত তাঁকে কাজ চালাতে বলেছেন রাজ্য বিজেপির সভাপতি। এদিকে সমথবাবুর বিরুদ্ধে ফের পোই তরুণী অভিযোগ তুলেছেন যে, FIR করার পর বারবার ফোনে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। রীতিমতো আতঙ্কিত তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!