এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের উপনির্বাচনের দাবির পরেই ইভিএম, ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিংয়ের নির্দেশ কমিশনের

তৃণমূলের উপনির্বাচনের দাবির পরেই ইভিএম, ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিংয়ের নির্দেশ কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যে দ্রুত উপ নির্বাচনের দাবি জানানো হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে গত বৃহস্পতিবার। এরপর গতকালই রাজ্যে বিধানসভার উপ নির্বাচনের প্রস্তুতির কাজ শুরু করে দিলো নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় চিঠি দিয়ে উপ নির্বাচনের প্রস্তুতির নির্দেশ দিলেন। এজন্য ইভিএম ও ভিভিপ্যাটের ফার্স্ট লেভেল চেকিং এর নির্দেশ দিয়েছেন তিনি। আগামী ৩ রা থেকে ৬ ই আগস্টের মধ্যে একাজ সেরে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে তৃতীয় বারের জন্য তৃণমূল ক্ষমতায় এলেও পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৬ মাসের মধ্যে তাঁকে নির্বাচিত হতে হবে। ভবানীপুর থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। এই কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আবার, দিনহাটা, শান্তিপুর থেকে নির্বাচনে জয়লাভের পর ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক ও জগন্নাথ সরকার। তাই এই কেন্দ্রগুলোতে উপনির্বাচন হবে। এছাড়া খড়দহ, গোসাবা, মুর্শিদাবাদের জঙ্গিপুর, সামশেরগঞ্জ কেন্দ্রের প্রার্থী বা বিধায়কের মৃত্যুর কারণে এই চারটি কেন্দ্রে উপনির্বাচন হবে। সব মিলিয়ে রাজ্যের মোট ৭ টি কেন্দ্রে উপনির্বাচন হবে।

এই পরিস্থিতিতে আগামী ৩ রা আগস্ট থেকে ৬ ই আগস্টের মধ্যে প্রথম পর্যায়ের চেকিং এর কাজ শেষ করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। কোন কেন্দ্রের জন্য কতজন ইঞ্জিনিয়ারকে মোতায়েন করা হবে? সে কথাও জানানো হয়েছে চিঠিতে। উল্লিখিত সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। তবে তৃণমূলের পক্ষ থেকে দ্রুত উপ নির্বাচনের দাবি করা হলেও, বিজেপি এর বিরোধিতা করেছে। করোনা পরিস্থিতিতে উপ নির্বাচন না করার দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!