এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মোর্চা ছেড়ে দিয়েছেন বিনয় তামাং,এবার কি হতে চলেছে তাঁর আগামী পদক্ষেপ? জল্পনা রাজনীতি মহলে

মোর্চা ছেড়ে দিয়েছেন বিনয় তামাং,এবার কি হতে চলেছে তাঁর আগামী পদক্ষেপ? জল্পনা রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোর্খা জনমুক্তি মোর্চা ছেড়ে দিয়েছেন বিনয় তামাং। নির্বাচনে পরাজয়ের পর্যালোচনার পর পরাজয়ের দায় স্বীকার করে এই পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। একারণে পাহাড়ে আর বিনয় পন্থী মোর্চা বলে কিছু রইল না। তাঁর দল ছেড়ে দেবার পরে তাঁর সমর্থকরা যোগাযোগ করতে শুরু করেছেন বিমল গুরুংয়ের সঙ্গে। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু সমর্থক বিমল গুরুংয়ের শিবিরে যোগদান করেছেন। এই পরিস্থিতিতে তিনি কোন পথে যাবেন? তা নিয়ে চলছে নানা জল্পনা।

অনেকে মনে করছেন,বিমল গুরুং শিবিরে তিনিও যোগ দিতে পারেন। কারণ, একটা সময় বিমল গুরুংয়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে ২০১৭ সালের সময় থেকে তাঁদের সম্পর্কে চিড় ধরে। এরপর বিমল গুরুং পাহাড়ে ফিরে এলে দুই শিবিরের মধ্যে মতানৈক্য বাড়তে থাকে। বিনয় তামাং ও বিমল গুরুং – দুই সমান্তরাল শিবিরে বিভক্ত হয়ে পড়ে গোর্খা জনমুক্তি মোর্চা। তাই তিনি এবার বিমল গুরুংয়ের হাত কতটা ধরবেন? তা নিয়ে সন্দেহ আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, অনেকে মনে করছেন, তিনি বিজেপিতে যোগদান করতে পারেন। কারণ মুখ্যমন্ত্রীকে সমর্থন করার পরেও যেভাবে নির্বাচনের আগে বিমল গুরুংকে সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। তাতে মুখ্যমন্ত্রীর ওপর তাঁর ক্ষোভ থাকতেই পারে। সে ক্ষেত্রে বিজেপিতে যোগদান করে বিমল গুরুং শিবিরকে চাপে রাখতে পারেন তিনি। অন্যদিকে, বিজেপি সাংসদ জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবি করেছেন। এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। আবার গোর্খা জনমুক্তি মোর্চার দীর্ঘদিনের দাবি হলো পৃথক গোর্খাল্যান্ডের।

এই পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তাঁর হাত মেলালোর একটা সম্ভাবনা আছে। আবার, বিজেপিতে গিয়ে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত করতেও পারেন তিনি। আবার, রাজনীতি থেকে অবসর নিতে পারেন বিনয় তামাং। তবে, সে সম্ভাবনা খুব একটা নেই বলেই, একাধিক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন। অনেকেই মনে করছেন যে, তাঁর বিজেপিতে যোগদানের সম্ভাবনা অধিক রয়েছে। তবে তিনি কোন পদক্ষেপ গ্রহণ করবেন? তা একমাত্র তিনিই জানেন। তাই তাঁর আগামী পদক্ষেপের দিকে লক্ষ্য রাখছে রাজ্যের রাজনীতি মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!