এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত ভোট নিয়ে কড়া বার্তা, দলীয় নেতাকর্মীদের বড় নির্দেশ অভিষেকের!

পঞ্চায়েত ভোট নিয়ে কড়া বার্তা, দলীয় নেতাকর্মীদের বড় নির্দেশ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সামনেই পঞ্চায়েত নির্বাচন। তবে অতীতে সেই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী থেকেছে বাংলা। তবে এবার যাতে তা না হয়, সেই ব্যাপারে বারবার প্রকাশ্য সভা থেকে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর এবার দলীয় বৈঠক থেকেও সেই ব্যাপারে নেতা কর্মীদের নির্দেশ দিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা। যেখানে কোনোভাবেই গা জোয়ারি করে পঞ্চায়েত নির্বাচন করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

সূত্রের খবর, এদিন সমস্ত জেলা নেতৃত্বদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কড়া বার্তা দেন তিনি। জানা গিয়েছে, এদিনের এই সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই 2018 সালের পুনরাবৃত্তি করা যাবে না। পঞ্চায়েত নির্বাচনে সমস্ত দল যাতে প্রার্থী দিতে পারে, সেই দিকে নজর রাখতে হবে। শুধু তাই নয়, গা জোয়ারি করে যে নির্বাচন করা যাবে না, সেই বিষয়টিও স্পষ্ট করেছেন তিনি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!