এখন পড়ছেন
হোম > রাজ্য > দিনে ‘লেঠেল-বাহিনী’, রাত্রে মাইকিং করে বিজেপির হয়ে না দাঁড়াতে প্রচার, অভিযোগ উত্তরে

দিনে ‘লেঠেল-বাহিনী’, রাত্রে মাইকিং করে বিজেপির হয়ে না দাঁড়াতে প্রচার, অভিযোগ উত্তরে

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হতে না হতেই কোচবিহারে একাধিক রাজনৈতিক দল সক্রিয় হয়ে উঠেছে। যদিও বন্দুক শাসকদলের দিকেই বলে খবর। বিজেপি তরফ থেকে এদিন অভিযোগ ওঠে, “রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে রাতের অন্ধকারে মাইকিং করে বিজেপির হয়ে যাতে কেউ না দাঁড়ায়, সে ব্যাপারে সতর্ক করা হচ্ছে। রাতে দিনাহাটা জুড়ে মাইকিং করে এমন প্রচার করা হয়েছে।” এরপর সিপিএম অভিযোগ সহকারে জানায়, ”বিডিও অফিসের সামনে লাঠিয়াল বাহিনী দাঁড় করিয়ে রেখেছে রাজ্যের শাসক দল। কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না।” যদিও বিষয়টি তৃণমূলের তরফে সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়। এদিন কোচবিহারের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ব্যাঙ্গনাত্মক স্বরে বলেন, “বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাই মিথ্যে কথা বলে পালিয়ে যাওয়ার ফাঁক খুঁজছে। কোথাও কোনও বাহিনী নেই।” বিজেপির জেলা সভাপতি নিখিলরঞ্জন দে অভিযোগ জানান, ”মাতালহাটের লক্ষ্মীরবাজারে আমাদের এক কর্মীর নৃপেন বর্মনের হোমিওপ্যাথি ওষুধের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার রাতে লাঠিয়াল বাহিনী বুড়িরহাটের ছোট শাকদল, চিত্‍পুর এলাকাত বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়। মুক্তা রায়, মনভোলা, তপন বর্মনদের বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে। ওই কর্মীদের দলের প্রার্থী হওয়ার কথা। তা জানতে পেরেই লাঠিয়াল বাহিনী হামলা চালায়। তাঁদের এক মাসের জন্য এলাকা ছাড়ার ফতোয়া দেওয়া হয়েছে।” বিজেপি নেতা দীপ্তিমান সেনগুপ্ত জানান, “সাবেক ছিটমহল এলাকাগুলিতেও একই ভাবে হুমকি দেওয়া হচ্ছে।” সাবেক ছিটমহলের এক বিজেপি নেতার অভিযোগ, “সন্ধের পরে এক আতঙ্কের পরিবেশ। তৃণমূলের লোকজন লাঠি হাতে ঘুরে বেড়ায়। আর কে কে বিজেপি করে বেছে বেছে তাদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া শুরু করে। কাউকে জানিয়ে কোনও লাভ হয় না।” সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায়ের কথায়, “পরিস্থিতি খুব খারাপ। কোথাও কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।” এদিন কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা জানান, “অভিযোগ পেলে অবশ্যই খতিয়ে দেখা হবে।” পুলিশ সুপার ভোলানাথ পান্ডে আশ্বাস দিয়ে বলেন, ”কোনও অভিযোগ থাকলে আমাদের জানান। ব্যবস্থা হবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!