এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিকেলে দিল্লি সফর, আজ দুপুরেই কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা? বাড়ছে জল্পনা!

বিকেলে দিল্লি সফর, আজ দুপুরেই কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা? বাড়ছে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নিজের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ বিকেলেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই দিল্লি সফরকে কেন্দ্র করে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। আর তার মাঝেই বিকেলে দিল্লি যাওয়ার আগে দুপুরে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। স্বাভাবিক ভাবেই সেই বৈঠকে বড় কোনো সিদ্ধান্ত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। স্বভাবতই দুপুরে মন্ত্রিসভার এই বৈঠক ঘিরে এখন জল্পনা ক্রমশ ঊর্ধ্বমুখী।

সূত্রের খবর, আজ বিকেলেই দিল্লি পাড়ি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুপুরে নবান্নে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। তবে নির্দিষ্ট সময়ের আগেই রাজ্য মন্ত্রিসভার এই বৈঠক ঘিরেই এখন নানা মহলে প্রশ্ন তৈরি হয়েছে। অনেকে বলছেন, মূলত রাজ্য মন্ত্রিসভার বৈঠক 15 দিন পর পর হয়। কিন্তু সেদিক থেকে আগামী আগস্ট মাসের 2 তারিখে এই মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও, কেন দিল্লি যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডাকলেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে হয়ত বা তার মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করে তিনি বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন। আর সেই কারণেই এই গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন তিনি। একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের ফলাফল নিয়ে রাজ্যজুড়ে অসন্তোষ তৈরি হয়েছে। বিভিন্ন স্কুল পড়ুয়াদের বিক্ষোভ এবং অভিভাবকদের অসন্তোষ ভয়াবহ আকার ধারণ করেছে। তাই এই পরিস্থিতিতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।

পর্যবেক্ষকদের মতে, নির্দিষ্ট সময়ের আগে মন্ত্রীসভার বৈঠক ডাকা এবং তারপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অনেককেই ভাবাতে শুরু করেছে। কেননা দিল্লি যাওয়ার আগে এভাবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সেদিক থেকে বড় কোনো সিদ্ধান্ত যে এই বৈঠক থেকে নেওয়া হবে, তা বলাই যায়। তবে কি সেই সিদ্ধান্ত, এখন সেটাই প্রশ্ন আকারে ঘোরাফেরা করতে শুরু করেছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে দিল্লি সফরের আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কি আলোচনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!